ওয়েব ডেস্ক: তোমার যা আছে, তা আমারও। তুমি যেমন আমিও তেমনই। তোমার যা হবে, তা হবে আমারও, একইসঙ্গে। কোনও বাণী নয়, এ হল এক উদ্যম ইচ্ছা। যমজ বোনের ইচ্ছা, তাঁরা একই সঙ্গে মা হতে চান। এও সম্ভব?


একই রকম দেখতে। একই রকম পোশাক, একই ওজন। যমজ কাহিনী লিখতে হলে এমন দুই চরিত্র পৃথিবীর ইতিহাসে খুব কমই আছে। ক্রিকেটের মাঠ থেকে যেকোনও প্রাঙ্গনে এই দুই বোনের ভালবাসা বাকি সব যমজদের গল্পকে বলে বলে ১০ গোল দেবে। কেন? দু'জনেই একটা সময় প্রেম সমুদ্রে হাবুডুবু খেয়েছেন, আলাদা আলাদা ভাবে। দু'জনের সব একই অথচ বয়ফ্রেন্ড আলাদা। ওরা মনে করেছেন, ওতেই গণ্ডগোল! সম্পর্ক টেকেনি। দুজনরেই ব্রেক আপ। অনেক দিন কেটে যাওয়ার পর আবার সম্পর্কে জড়ান যমজ বোন। তবে এবার বুঝে শুনে পা বাড়িয়েছেন দুজনেই। প্রেমের সম্পর্কে দুজনেই, কিন্তু বয়ফ্রেন্ড একজনই। এর পেছনে যমজ বোনেদের ব্যাখ্যা, "আমরা তো একই, তাই আমাদের একজনকেই যে বুঝতে পারবে, সে দুজনকেই বুঝতে পারবে"। এবার প্রেমের সম্পর্ককে চিরস্মরণীয় করতেই আরও সাহস দেখালেন দুজনেই। মা হতে চাইছেন দুই বোন। আর সেটাও একই সঙ্গে। সেই মত প্রস্ততিও নিচ্ছেন তাঁরা।