জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  আধার কার্ডের সঙ্গে যুক্ত একটি বিপদের বিষয়ে ইউআইডিএআই (UIDAI) গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে। WhatsApp এবং ই-মেলের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে আধার কার্ডের তথ্য ভাগ করে নেন বিভিন্ন ব্যক্তি। আর এই প্রবণতাই ক্ষতিকর বলে মনে হতে করছেন তারা। এই অভ্যাসের গুরুতর পরিণতি হতে পারে। তাই সতর্কতা অবলম্বন করা এবং এই উদ্ভূত সমস্যা সম্পর্কে অবহিত থাকা জরুরি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Lakshmi Narayan Yog: চলছে লক্ষ্মী নারায়ণ যোগ! মা লক্ষ্মীর আশীর্বাদে স্বপ্নের অতীত আর্থিক লাভ কাদের?


এই নতুন স্ক্যামে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আধার কার্ড আপডেট করার জন্য বিভিন্ন ব্যক্তিকে বলা হত। তবে এই প্রক্রিয়াটি নিরাপদ নয় কারণ WhatsApp এবং জিমেইলের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীদের তাদের আধার কার্ডের তথ্য শেয়ার করতে বলা হয়। দুর্ভাগ্যজনকভাবে, অনেক ব্যবহারকারী এই স্কিমের শিকারও হন। সতর্ক না হয়েই নিজেদের ব্যক্তিগত তথ্য শেয়ার করাতেই এই সমস্যা। 


ইউআইডিএআই-এর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আধার কার্ড আপডেটের জন্য জিমেল, WhatsApp বা অন্য কোনও প্ল্যাটফর্মের মাধ্যমে কোনও দিনই কোনও ইউজারকে আধার বা অন্য কোনও তথ্য শেয়ার করতে বলা হয় না। আধার কার্ড আপডেট করার জন্য ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। WhatsApp বা ই-মেইলের মাধ্যমে আলাদাভাবে স্পর্শকাতর তথ্য প্রেরণ করার কোন প্রয়োজন নেই। 


অনলাইন পদ্ধতি ছাড়াও, ইউজারদের সরাসরি আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আধার কার্ডের তথ্য আপডেট করার সুযোগ রয়েছে। এটি আপনার আধার তথ্যগুলি সঠিকভাবে এবং কোনও ঝুঁকি ছাড়াই আপডেট করা নিশ্চিত করার একটি সুরক্ষিত এবং সরাসরি উপায় সরবরাহ করে। এই স্ক্যামের পরিপ্রেক্ষিতে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। নিরাপদ নয় এমন প্ল্যাটফর্মের মাধ্যমে আধারের তথ্য শেয়ার করার জন্য যে কোনও অনুরোধে সতর্ক থাকুন। ইউআইডিএআই-এর দেওয়া সঠিক পদ্ধতি অনুসরণ করে আপনি আপনার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও অখণ্ডতা নিশ্চিত করতে পারেন। আপনার আধার কার্ডের তথ্য সুরক্ষিত রাখুন এবং সম্ভাব্য কেলেঙ্কারি থেকে নিরাপদ থাকুন।



আরও পড়ুন, Share Market: মাত্র ৬ মাসে বিস্ময় দেখাল এই শেয়ার, যারাই বিনিয়োগ করেছে তারাই ধনী!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)