আমাদের জীবন পরিবর্তনের ক্ষেত্রে রত্ন ধারণের বিশেষ গুরুত্ব রয়েছে। মানব জীবনে বাধা কাটাতে জ্যোতিষীরা রত্ন ধারণের পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু রত্ন ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সময়কাল এবং নিয়মাবলী অবলম্বন করা জরুরি। তা না হলে রত্ন ধারণে উপযুক্ত ফল মেলে না। এ বার দেখে নেওয়া যাক রত্ন ধারণের সময়কাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাধারণত শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত সময়টি বাদ দিয়ে রত্ন ধারণ করলে শুভ ফল পাওয়া সম্ভব। এর শুভকাল হল উত্তরায়ণ। রত্ন ধারণের অকাল হল দক্ষিণায়ন। শুভ যোগ, শুভ করণ, শুভ নক্ষত্র দেখে রত্ন ধারণ করলে শুভ প্রাপ্তি ঘটবে। মহিলারা নিজের বা স্বামীর মঙ্গলার্থে অশ্বিনী, স্বাতী ও রেবতী নক্ষত্রে রত্ন ধারণ করলে শুভ ফল পাওয়া যায়।


আরও পড়ুন: কোন রুদ্রাক্ষ ফেরাবে আপনার ভাগ্য, রাশি-লগ্ন অনুযায়ী জেনে নিন


এ ছাড়া মৃগশিরা, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ, পুষ্যা, অশ্লেষা, হস্তা, মঘা, অনুরাধা, ধনিষ্ঠা, উত্তর ফাল্গুনী, রোহিণী, চিত্রা নক্ষত্র বাদ দিয়ে এবং শুক্লা চতুর্থী, নবমী, চতুর্দশী বাদ দিয়ে যে কোনও তিথিতে শুভ যোগে রত্ন ধারণ করলে শুভ ফল পাওয়া যায়। অমৃতযোগ ও মাহেন্দ্র যোগে রত্ন ধারণ করলে সুফল মেলে।


এ বার কোন রত্ন কোন সময় ধারণ করবেন, দেখে নিন:--


১) চুনি ধারণের শ্রেষ্ঠ সময় রবিবার, সপ্তমী তিথি, সংক্রান্তির দিন।


২) ক্যাটস-আই ধারণের সময় শনিবার বা চতুর্দশীর শেষ ভাগে।


৩) গোমেদ ধারণ করা উচিত শনিবার বা অমাবস্যার শেষ ভাগে।


৪) হীরক ধারণের সময় শুক্রবার গোধূলি লগ্নে।


৫) নীলা ধারণের সময় শনিবার বা অমাবস্যায়।


৬) পান্না বা মরকত মণি ধারণের সময় বুধবার প্রাতে বারবেলাদি ত্যাগ করে।


৭) পুষ্পরাগ বা পোখরাজ বৃহস্পতিবার বারবেলাদি ত্যাগ করে প্রাতঃকালে ধারণ করা শুভ।


৮) প্রবাল ধারণের সময় ভোরবেলা সূর্য ওঠার মুহূর্তে মঙ্গলবার।


৯) চন্দ্র রত্ন, মুক্তা বা শঙ্খ বা মুনস্টোন ধারণের সময় সোমবার প্রাতে বারবেলা বাদ দিয়ে, পূর্ণিমা তিথিতে।