বর্ষায় বাঙালি ইলিশে মজবে না তা কি হয়? বাজারে এখন ইলিশের ছড়াছড়ি। তাই পকেটসই দামে ইলিশ ঘরে আনতে শুরু করেছে বাঙালি। তাই এখন অন্য মাছ নাই বা খেলেন! ইলিশ বাড়িতে আসা মানেই হয় সরষের খোঁজ শুরু। কিন্তু ইলিশ ভাপা, ইলিশের ঝাল বা ইলিশ মাছের কালো জিরা ফোড়নের পাতলা ঝোল তো অনেক খেয়েছেন। আজ আলু-বেগুন দিয়ে ইলিশের ঝোল হলে কেমন হয়!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেগুন-ইলিশের ঝোল বানাতে লাগবে:—


ইলিশ মাছ: ৬-৮ টুকরো


লঙ্কার গুঁড়ো: ১-২ চা চামচ


আরও পড়ুন: ইলিশ ভাজার রেস্তরাঁ, যত খুশি যেমন খুশি খান


হলুদ গুঁড়ো: আধা চা চামচ


ধনে গুঁড়ো: আধা চা চামচ


জিরে গুঁড়ো: আধা চা চামচ


কালো জিরে (গোটা) : আধা চা চামচ


নুন: স্বাদ মতো


সরষের তেল: আন্দাজ মতো


আরও পড়ুন: মেঘলা দুপুরে চেটেপুটে খান ইলিশ খিঁচুড়ি


ভাজা জিরে গুঁড়ো: আধা চা চামচ


গোলমরিচ গুঁড়ো: আধা চা চামচ


কাঁচালঙ্কা: স্বাদ মতো


গোটা গোলমরিচ: ৩-৪ টি


রাঁধুনি: ফোড়নের জন্য, সামান্য পরিমাণে


আরও পড়ুন: এই বর্ষায় গরম ভাতের সঙ্গে জমিয়ে খান মালাই ইলিশ


বেগুন-ইলিশের ঝোল বানানোর পদ্ধতি:—


কড়ায় বা প্যানে সরষের তেল গরম করে আলু ও বেগুন হালকা করে ভেজে আলাদা করে তুলে রাখুন। কেবল ভাজা বেগুনগুলো আলাদা করে তুলে রাখুন।


এ বার তেলে লঙ্কা, কালো জিরে ও রাঁধুনি ফোড়ন দিয়ে একে একে গোটা গোলমরিচ, হলুদ গুঁড়ো, ধনে ও জিরে গুঁড়ো, নুন দিয়ে কষিয়ে পরিমাণ মতো জল দিন।


এ বার মাঝারি আঁচে ফুটতে দিন। ঝোল ফুটে এলে এতে ইলিশ মাছের টুকরোগুলো আর ভেজে রাখা আলু-বেগুনগুলো দিয়ে দিন।


সব সেদ্ধ হয়ে এলে ভাজা জিরে গুঁড়োও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আলু-বেগুন দিয়ে ইলিশের ঝোল।