ডিম ভালবাসেন না এমন মানুষের সংখ্যাটা খুব কমই। মাঝে মধ্যেই ডিমের কোনও মুখোরোচক পদ সামনে পেলে চিকিত্সকের বারণ পর্যন্ত ভুলে যান অনেকেই। তবে ডিম মানেই কি শুধু পোচ, সিদ্ধ, ওমলেট বা ভুজিয়া? আসুন আজ শিখে নেওয়া যাক ডিমের একেবারে নতুন মুখোরোচক একটি রেসিপি স্টিমড এগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: চটজলদি রেঁধে নিন মুখোরোচক দম পটল


কী কী লাগবে:


• ৪টে বড় ডিম।


• দেড় কাপ চিকেন স্টক (সেদ্ধ)।


• ২ টেবল চামচ মাখন।


• ১টা ছোট কুচনো পেঁয়াজ।


• ১ মুঠো বা ছোট এক বাটি পেঁয়াজ কলির কুচি (পেঁয়াজ কলির পরিবর্তে সামান্য ধনে পাতাও দেওয়া যাতে পারে)।


• ২/৪টে কুচনো কাঁচালঙ্কা।


• আধ চা চামচ কারি পাউডার (ধনে, হলুদ, জিরা, মেথি এবং লঙ্কার গুঁড়ো)।


• পরিমাণ মতো নুন ও গোলমরিচ গুঁড়ো।


আরও পড়ুন: শরীর সুস্থ রাখতে গরমে যে পানীয়গুলো অবশ্যই খাবেন


কী ভাবে বানাবেন:


একটা মাইক্রোওভেন প্রুফ বাটিতে চিকেন স্টক, মাখন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাউডার, নুন ও গোরমরিচ ভাল করে মিশিয়ে নিন। অন্য একটা বাটিতে ডিম ফেটিয়ে নিন।


এ বার চিকেন স্টকের মিশ্রণ মাইক্রোওভেনে দিয়ে ৩-৫ মিনিট গরম করুন। একটু ফুটে উঠলেই বা বুদবুদ কাটতে শুরু করলে বের করে ফেটানো ডিম মিশিয়ে দিয়ে আবার মাইক্রোওভেনকে কনভেকশন মোডে দিয়ে ৩-৪ মিনিট বেক করুন।


এরপর উপরে গোলমরিচ গুঁড়ো ও পেঁয়াজ কলি কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।