মাত্র তেরোখানা চিড়িতনের তাস আপনার ভাগ্যে কী আছে, তার ইঙ্গিত দিতে পারে। প্রথমে একটা তাসের বান্ডিল থেকে বেছে বেছে তেরোটি চিরিতনের তাস বের করে রাখুন। তারপর অল্প বয়সের, মানে যাদের বয়স হবে সাত থেকে দশ বছর এমন কোনও ছেলে বা মেয়ে ডেকে নিয়ে আসুন। তারপর আপনি যে প্রশ্নের উত্তর জানতে চান, তা মনে মনে ভেবে নিয়ে ওই ছেলে বা মেয়েটিকে বলুন বেছে রাখা ওই তেরোটি চিড়িতনের তাস থেকে একটা তাস তুলতে। অবশ্যই তাসটি বাছার সময় তার নম্বর যেন না দেখা যায়, তা খেয়াল রাখতে হবে। এ বার কোন তাস আপনার ভাগ্য সম্পর্কে কী ইঙ্গিত দেবে বা কোন তাস ভাগ্য সম্পর্কে ঠিক কী নির্দেশ দেয়, তা জেনে নেওয়া যাক...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ বার উত্তরটা জানার চেষ্টা করা যাক:


• যদি টেক্কা ওঠে, তবে সার্থকতা, আর্থিক লাভ, ভ্রমণে শুভ, এবং পরীক্ষায় পাশ বুঝবেন।


• যদি সাহেব ওঠে, তাহলে আসন্ন বিপদ-আপদের সম্ভাবনা বা ঝগড়া-ঝাঁটি, গোলমালে জড়িয়ে পড়তে পারেন।


• যদি বিবি ওঠে, তবে ধরে নিতে হবে যে কাজ সম্বন্ধে ভাবছেন তা ব্যর্থ হবে, টাকাপয়সা পাওয়া যাবে না এবং পরীক্ষার রেজাল্ট ভাল হবে না।


• যদি গোলাম ওঠে, যে সামান্য বাধ-বিঘ্ন আসবে সেগুলিও অতিক্রম করে এগিয়ে যেতে হবে।


• যদি দুই (২) ওঠে, তাহলে মনে করতে হবে অর্থ প্রাপ্তিতে বাধা আছে। কিংবা বিনা কারণে কেউ আপনাকে দোষারোপ করতে পারে।


• যদি তিন (৩) ওঠে, সামনে যে বিপদ বা দুর্ভাগ্যের কথা ভাবা হয়েছিল, তা কেটে যাবে। সামনে আর্থিক সাফল্য আসছে।


• যদি চার (৪) ওঠে, এর থেকে বোঝা যায়, কেউ বিশ্বাসঘাতকতা করবে বা অস্বীকার করবে।


• যদি পাঁচ (৫) ওঠে, সামনে আনন্দ-উৎসব আসছে। বিয়ে বা প্রেমে সাফল্য।


• যদি ছয় (৬) ওঠে, ব্যবসায়িক নতুন কোনও যোগাযোগ বা নতুন প্রেমে সফলতা পাবেন। চাকুরির সংক্রান্ত কোনও সুখবর পাবেন।


• যদি সাত (৭) ওঠে, তবে ক্ষতির আশঙ্কা।


• যদি আট (৮) ওঠে তবে আপনজনের সঙ্গে ঝগরা অথবা প্রেমে বাধা আসবে।


• যদি নয় (৯) ওঠে, তবে প্রেম বা বিবাহের কথা ভাবতে পারেন, কোথাও চাকুরির সুযোগ পেতে পারেন।


• যদি দশ (১০) ওঠে, তবে সব ব্যাপারে আপনার ভাগ্য সুপ্রসন্ন থাকবে।