নিজস্ব প্রতিবেদন: সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিলেন এক দম্পতি। হঠাতই তাঁরা দেখেন, বিশাল গাছের গুঁড়ির মতো কিছু একটা পড়ে রয়েছে সমুদ্র তটে। একটু কাছে যেতেই বুঝতে পারেন, গাছের গুঁড়ির মতো ওই বস্তুটিকে আপাদমস্তক ঘিরে রয়েছে খোঁচা খোঁচা দাঁতের মতো আঁশে ভরা সজীব কোনও প্রাণী। দেখে মনে হতে পারে সহস্র দাঁত যেন কিলবিল করছে সারা গায়ে। আরও কিছুটা সামনে গেলে এগুলিকে পতঙ্গভুক ফুলের মতো দেখতে লাগে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই অদ্ভূত দর্শন প্রাণীটির ছবি আর ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই দম্পতি। বাড়ি ফিরে ইন্টারনেটে অনুসন্ধান চালিয়ে তাঁরা জানতে পারেন, এগুলি আসলে দুর্লভ প্রজাতির সামুদ্রিক প্রাণী। এগুলির নাম গুজনেক বার্নাক্যাল (Gooseneck Barnacles)।


 


Know how you all love things weird and wonderful. This gooseneck barnacle covered log washed up on a Welsh beach yesterday. So rare. Mesmerising to watch. Gemma Green

Posted by Martyn Green on Sunday, September 6, 2020

জানা গিয়েছে, ব্রিটেনের নর্থ ওয়েলসের কারনার্ফোন সমুদ্র সৈকতে এই প্রাণীর দেখা মিলেছে। গুজনেক বার্নাক্যাল (Gooseneck Barnacles)-এর ছবি আর ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মার্টিন গ্রিণ নামে এক ব্যক্তি।


আরও পড়ুন: এবার লক্ষ্য ভারতের স্মার্টফোনের বাজার! জলের দরে ১০ কোটি অ্যানড্রয়েড ফোন আনছে Jio


ইন্টারনেটে অনেকেই এই প্রাণীর ছবি দেখে আঁতকে উঠেছেন! কারণ, পর্তুগাল এবং স্পেনের বেশ কিছু অঞ্চলে গুজনেক বার্নাক্যালের দেখা মেলে। ওই সব অঞ্চলে এগুলি উপাদেয় খাবার হিসেবে বিক্রি হয়। এগুলির দামও অনেক। জানা গিয়েছে, এক একটি বার্নাক্যালের দাম প্রায় ২৫ পাউন্ড (ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় আড়াই হাজার টাকা)।