নিজস্ব প্রতিবেদন: গোটা বিল্ডিংটি তখন আগুন গ্রাসে। ঘরে আটকে পড়েছিল ১৩ ও ১৮ বছরের দুই কিশোর। প্রাণ বাঁচাতে শেষ অবলম্বন  ছিল একটি জানলা। প্রাণ বাঁচবে কি বাঁচবে না তা না ভেবেই জানলার ফ্রেম ধরে ঝুলে পড়েছিলেন। সেই দৃশ্য রীতিমত ভয় ধরানো। কারণ বহুতলের থেকে পাইপ ধরে নিচে নামা তাও জীবন হাতে নিয়ে, কোনও সহজ কাজ নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঘটেছে নিউইয়র্ক সিটির ইস্ট ভিলেজে।  একটি জ্বলন্ত বিল্ডিং থেকে দুই কিশোরের ঝুলন্ত ভয়ঙ্কর ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে ১৩ এবং ১৮ বছর বয়সি দুই কিশোর জানালা দিয়ে জ্বলন্ত বিল্ডিং থেকে পালানোর চেষ্টা করছে। প্রথমে একজন ওই জানলার ফ্রেমটি ধরে ঝুলে পড়ে। তার দেখাদেখি অপরজনও তা করে। 



আরও পড়ুন, কাঁচাবাদাম: শুধু শুনলে হবে না, খেতেও হবে; এর উপকারিতা জানলে তাক লেগে যাবে!


যেভাবে আগুনের গ্রাসে চলে গিয়েছিল বিল্ডিংটি তারপর তারা উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করেননি। এরপর কোনওক্রমে বিল্ডিংয়ের পাইপ ধরে নিচে নামে। সেই সময়ই আগুন পুরো বিল্ডিংকে গ্রাস করে নেয়। সকলের দাবি কার্যত অলৌকিকভাবে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছে ওই দুই কিশোর।




টুইটারে Good News Correspondent এর পোস্ট করা ভিডিওটি প্রায় ৩ লক্ষ ভিউস পেরিয়েছে। নেটিজেনদের প্রতিক্রিয়ায় কমেন্ট বক্স উপচে পড়ার অবস্থা। কেউ কেউ কিশোরদের সাহসিকতার প্রশংসাও করেছেন। এক নেটিজেন বলেছেন, "এই কিশোররা সাহসিকতার জন্য টুইটারের বাইরেও স্বীকৃতি পাওয়ার যোগ্য। অবিশ্বাস্য।" অপর একজন বলেছেন, এমন ভয়াবহ পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে প্রাণ বাঁচানোর কাজ করতে সাহসের প্রয়োজন। তাঁরা ঠিক আছে এটাই আশীর্বাদ।"


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App