নিজস্ব প্রতিবেদন: এই দৃশ্য মানবপ্রেমকেও হার মানায়! প্রাণীকূলেও যে এমন ভালবাসা রয়েছে তা বোঝা যায় সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে। সিলের রোমান্টিক কায়দায় প্রেম নিবেদনে তাজ্জব বনেছেন নেটিজেনরা। টুইটারে এই ভিডিওতেই এখন মজেছে সোশাল মিডিয়া। ছোট্ট ভিডিও ক্লিপটি ইতিমধ্যেই কয়েক হাজার দর্শককে টেনেছে এক লহমায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, "যখন তাকে (পড়ুন প্রেমিকা সিল) ফুল দিয়ে প্রেম নিবেদন করা হচ্ছে পৃথিবীতে এই মুহূর্তে সবথেকে বেশি খুশি আর কেউ নেই, হতে পারে না..." 


ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে,  একটি পুলে ঘোরাঘুরি করছে দুটি সিল। এরপর পুরুষ সিলটি তুলে নেয় এক গোছা টিউলিপ। তারপর সাঁতার কাটতে কাটতে এগিয়ে যায় তার মহিলা সঙ্গিনীর কাছে। এবার প্রেম নিবেদনের পালা! সীল তার পাখনা দুটি জোরা করে প্রেমিকার কাছে নিজের ভালবাসা দিয়ে উপহার দেয় সেই টিউলিপ। সঙ্গিনীটিও যেন এমনই দিনের প্রতীক্ষায় ছিল। সাগ্রহে সেই ফুল গ্রহণ করে যেন জানান তার সম্মতি! 


দেখুন সেই ভিডিওটি-



ভিডিওতে দেখা যায় প্রেমিকের কাছ থেকে এমন উপহার পেয়ে ভালবাসায় আপ্লুত এবং অভিভূত প্রেমিকা। তিনিও তার পাখনা জোড়া করে ফুল নিয়ে যে খুশি তা প্রকাশও করেন। ফুলগুলি নিয়ে বৃত্তাকারে ঘুরে ঘুরে সেই আনন্দের বহিঃপ্রকাশও দেখা যায়। যদিও ভিডিওটি কোথাকার তা জানা যায়নি। 


নেটিজেনদের অনেকেউ বলেছেন, "মানবপ্রেমের কথা জানলেও পশুরাও যে জানে প্রেম ও ভালবাসার অর্থ তা এই ভিডিওটিতেই স্পষ্ট!" ইতিমধ্যেই নাতিদীর্ঘ এই ভিডিওটি রিটুইট করেছেন অনেকেই। কমেন্ট ও রিঅ্যাকশনে ভরিয়েছেন নেটিজেনরা।


আরও পড়ুন, এই ছবিতে রয়েছে চার মহিলার মুখ! দেখুন তো খুঁজে পান কি না?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)