জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেমন যাবে এ সপ্তাহটি-- মানে আগামীকাল সোমবার ১৫ মে থেকে আগামী রবিবার ২১ মে পর্যন্ত? নানা বিষয়ে নানা প্রেডিকশন। সপ্তাহটি টাকাপয়সার দিক থেকে কেমন যাবে, পেশাজীবনে সত্যিই কিছু ভালো খবর আসবে কি না, প্রেমজীবনই-বা কতটা সফল হবে, চাকরির যোগ আছে? তা হলে জেনে নেওয়া যাক ১৫ মে থেকে আগামী এক সপ্তাহ কোন রাশির জাতক-জাতিকাদের কপালে কী শুভ বা কী অশুভ থাকছে। কোন বিষয়েই-বা সতর্ক হতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেষ


ব্যবসার দিক থেকে এঁদের পক্ষে পরিস্থিতি অনুকূল। সামাজিক প্রতিপত্তি বাড়বে। সরকারি কাজ সমাধান করার পক্ষে অনুকূল সময়।


বৃষ


এই সময়ে বিশেষ অর্থনৈতিক সুবিধার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক কাজকর্মও ভালো চলবে। আয়ের উৎস বাড়বে। প্রেমের পক্ষে ভালো। 


মিথুন


শিক্ষার্থীদের পক্ষে ভালো, এঁরা সাফল্য পাবেন। আইন-আদালতের কাজেও সাফল্য মিলবে। সপ্তাহের শুরুতে ব্যয় বাড়বে, অন্য দিকে আয়ের নতুন রাস্তাও খুলবে।


আরও পড়ুন: Naming of Cyclones: নামকরণ হয়ে গিয়েছে পরের সাইক্লোনের! ঝড়টির সঙ্গে বাঙালির কী যোগ জানেন?


কর্কট


ব্যবসায় কিছু সমস্যা থাকবে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। যাঁরা চাকরিজীবী তাঁদের নিজেদের কাজের প্রতি আরও মনোযোগী হতে হবে। সরকারি চাকরির ক্ষেত্রে সময়টা অনুকূল।


সিংহ


অধ্যয়নরত ব্যক্তিদের জন্য সপ্তাহটি বিশেষ ফলদায়ক। পাশাপাশি কিছু সমস্যাও থাকবে, তবে তা বাড়াবাড়ি রকমের হবে না।


কন্যা


এই সপ্তাহে কোনও ক্ষেত্রেই আবেগের বশবর্তী হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। চাকরিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের যোগ রয়েছে। বাড়িতে সুখ ও শান্তির পরিবেশ থাকবে।


আরও পড়ুন: খ্যাতি ও টাকা আসা শুধু সময়ের অপেক্ষা! জেনে নিন 'কেন্দ্র ত্রিকোণ রাজযোগে'র দারুণ প্রভাব...


তুলা


প্রেমের সম্পর্কের মাধুর্য টিকিয়ে রাখতে একে অপরের অনুভূতিকে সম্মান করা প্রয়োজন। এ সপ্তাহে এটা এঁদের জন্য জরুরি। ব্যবসায়িক কাজে কোনও বিনিয়োগ করবেন না। চাকরিতে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আসতে পারে।


বৃশ্চিক 


ব্যবসায়িক কাজে অগ্রগতি কিছু মন্থর হবে। আয় তেমন কমবে না। সম্পত্তি সংক্রান্ত কাজে অনুকূল ফল আশা করা যেতেই পারে। এঁদের স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিতে হবে।


ধনু


ব্যবসায়িক কাজকর্ম ঠিকঠাকই চলবে। বহুদিন আটকে থাকা কোনও টাকা হাতে আসতে পারে। 


মকর 


ব্যবসায়িক বিষয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ভুল ঘটার আশঙ্কা থাকবে।


কুম্ভ 


অর্থ-সংক্রান্ত কোনো বিষয় বহুদিন ধরে আটকে থাকলে এ সপ্তাহে তার সমাধান হতে পারে। প্রেমের সম্পর্ক মধুরতা বজায় রাখতে আপনার দিক থেকে চেষ্টা জরুরিু।
অতিরিক্ত ব্যস্ততার কারণে ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হবে। তবে চিন্তার কিছু নেই। 


মীন


চাকরি সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। উচ্চপদস্থ কর্মকর্তাদের অসন্তুষ্টির কারণ হতে পারেন আপনি। সেটা যাতে না ঘটে, খেয়াল রাখুন। দাম্পত্য সম্পর্ক খুব মধুর থাকবে। 


(জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো নিজের মতামত ব্যক্ত করছে না।)  


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)