খ্যাতি ও টাকা আসা শুধু সময়ের অপেক্ষা! জেনে নিন 'কেন্দ্র ত্রিকোণ রাজযোগে'র দারুণ প্রভাব...
Kendra Trikona Raj Yoga: শনির এক রাশি থেকে অন্য রাশিতে যেতে সময় লাগে আড়াই বছর। এর আগে ১৭ জানুয়ারি শনি তাঁর ঘর পরিবর্তন করেছেন। এবার শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। তখনই এই কেন্দ্র ত্রিকোণ রাজ যোগ তৈরি হবে। একে শনির বক্রী গতিও বলে। জ্যোতিষে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা এটি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিদেব যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন এই বিরল কেন্দ্র ত্রিকোণ রাজ যোগ তৈরি হবে। মোটামুটি ১ মাসের মতো দেরি আছে। একমাস পরে, আগামী ১৭ জুন শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশ করলে এই যোগ তৈরি হবে। এটাকে শনির বক্রী গতি বলে। ওই দিন বেলা পৌনে এগারোটা নাগাদ এই তিথিযোগ তৈরি হবে।
1/6
'কেন্দ্র ত্রিকোণ রাজযোগ'
শনিকে কর্মফলদাতা গ্রহ বলেই জানে সকলে। শনির এক রাশি থেকে অন্য রাশিতে যেতে সময় লাগে আড়াই বছর। এর আগে ১৭ জানুয়ারি শনি তাঁর ঘর পরিবর্তন করেছেন। আগামী ১৭ জুনে তিনি পিছিয়ে গিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। আর তখনই তৈরি হবে 'কেন্দ্র ত্রিকোণ রাজযোগ'। বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের উপর এই যোগের শুভ প্রভাব পড়বে।
2/6
দারুণ শুভ প্রভাব
photos
TRENDING NOW
3/6
সব সংকট থেকে মুক্তি
4/6
কুণ্ডলীর নবম ঘরে
5/6
ভাগ্যের পূর্ণ সমর্থন
6/6
দারুণ ফলপ্রসূ
photos