ওয়েব ডেস্ক : পৃথিবীর সবাই যদি একসঙ্গে লাফায়.... কী হতে পারে তাহলে? ভূমিকম্প? নাকি আরও ভয়ঙ্কর কিছু?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজের অক্ষরেখার উপর প্রতিনিয়ত ঘুরে চলেছে পৃথিবী। যার ফলেই দিন থেকে রাত...আবার রাত থেকে দিন হচ্ছে। বিষুবরেখায় এই ঘূর্ণনবেগ সবচেয়ে বেশি। প্রতি ঘণ্টায় ১০০০ মাইলেরও বেশি। এখন পৃথিবীর সব লোক যদি একজায়গায় জড় হয়ে সবাই মিলে একসঙ্গে ঝাঁপায়... তাহলে কী হবে? পৃথিবীর গতি কি থেমে যাবে? নাকি পৃথিবী আরও জোরে ঘুরতে শুরু করবে? নাকি ভূমিকম্প হবে?


না, সেরকম কিছুই হবে না। বড়জোর ০.৬ মাত্রার কম্পন রেকর্ড হবে। যা আপনি বুঝতেও পারবেন না। কেন? নিচের ভিডিওতে ক্লিক করে জেনে নিন সেই কারণ-