ওয়েব ডেস্ক: ঘন জঙ্গলে শিকার ধরতে গাছের আড়ালে লুকিয়ে থাকে বাঘ। কিন্তু এমন ভাবে মিশে যায় তাদের রং যে দূর থেকে নজরে পড়া মুশকিল। অনেক সময় অন্যের চোখকে ধোঁকা দিতে সাপকেও দেখা গাছের ডালের সঙ্গে জড়িয়ে থাকতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রকৃতির দেওয়া এ এক অদ্ভূত ক্ষমতা। প্রয়োজন মতো প্রাণীরা রং বদলে নিজেদের সহজেই প্রকৃতির কোলে লুকিয়ে ফেলতে পারে। প্রকৃতির মাঝে আর তাদের খুঁজে পাওয়া যায় না। ঠিক যেমন এই ছবিতে ছোট্ট বিড়লটি লুকিয়ে পড়েছে ছবির মধ্যে। আপনি বলতে পারেন ছবিতে ঠিক কোথায় আছে বেড়ালটা? তাহলে খেলুন কুইজ আর খুঁজুন বিড়াল।


কুইজ