ওয়েব ডেস্ক: আপনি কি ঘুমোতে খুব ভালোবাসেন?  কাজের ফাঁকে একটু সময় পেলে অমনি খানিকটা সময় বিছানায় শুয়ে চোখটা বুজে নেন। ভালো করে ঘুম না হলে, কিছুতেই আর সারাদিন কাজ করতে পারেন না। সে না হয় হল। কিন্তু আপনি জানেন কি যে, এই পৃথিবীতে একটি প্রাণী কখনও ঘুমোয় না। সে সব কাজই করে চোখ খুলে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বিয়ে বাঁচাতে এগুলো অবশ্যই করুন!


জিরাফ খুব অল্প সময় ঘুমোয়। জিরাফ তাও সারাদিনে ১৯ মিনিট হলেও একটু ঘুমিয়ে নেয়। কিন্তু, পিঁপড়ে চোখ বন্ধ করে তাদের খাবার খায়। কারণ, একমাত্র পিঁপড়েই কখনও ঘুমোয় না। বুঝুন, কী বাঁচা গিয়েছে। পিঁপড়ে হলে, আমাদের আর প্রিয় ঘুম বলে কিছু থাকতো না!


আরও পড়ুন ঝকঝকে ত্বক পাওয়ার সবচেয়ে সহজ কিছু টিপস