মাসে কত খরচ করলে কেমন রূপ পাবেন
প্রতি মাসে খরচ গড়ে ৯৫০০ টাকা থেকে ১৫, ৫০০ টাকা। বছরে যা গিয়ে দাঁড়ায় ১ লক্ষ ১৪ হাজার ৪৪০ টাকা থেকে ১৫ লক্ষ ৫০ হাজার ১২ টাকা পর্যন্ত। কিন্তু এই বিশাল খরচের অঙ্ক কিসের? এত খরচ রূপচর্চার জন্য। ঠিকই শুনেছেন। বেশিরভাগ ব্রিটিশ মেয়েরাই রূপচর্চার জন্য এমন বিশাল অঙ্ক খরচ করেন।
ওয়েব ডেস্ক: প্রতি মাসে খরচ গড়ে ৯৫০০ টাকা থেকে ১৫, ৫০০ টাকা। বছরে যা গিয়ে দাঁড়ায় ১ লক্ষ ১৪ হাজার ৪৪০ টাকা থেকে ১৫ লক্ষ ৫০ হাজার ১২ টাকা পর্যন্ত। কিন্তু এই বিশাল খরচের অঙ্ক কিসের? এত খরচ রূপচর্চার জন্য। ঠিকই শুনেছেন। বেশিরভাগ ব্রিটিশ মেয়েরাই রূপচর্চার জন্য এমন বিশাল অঙ্ক খরচ করেন।
এখানেই শেষ নয়। অবাক তো হবেন এরপর যদি খরচের অঙ্কের সঙ্গে চেহারাগুলো মিলিয়ে দেখেন।
১. ক্যারোলিন জ্যাকসন:- ৪৪ বছরের গৃহবধূ। তিনটি সন্তান রয়েছে। রূপচর্চার জন্য তাঁর মাসিক খরচ ৯ হাজার ৫০০ টাকার মতো।
২. ফ্লিউর স্যামওয়েজ:- ৪০ বছর বয়স। আগে একটি টিভি কোম্পানির ইভেন্ট ম্যানেজার হিসেবে কাজ করলেও বর্তমানে শুধুই মা। চাকরি করা কালীন ম্যাক, কানেল, নার্সের মতো প্রোডাক্ট ব্যবহার করলেও এখন রূপের জন্য তাঁর খরচ মাত্র ৯৪৫ টাকা।
৩. ডিলেট্টা ডোটো:- ৪০ বছরের এই মহিলা একটি ফিনান্স কোম্পানীর ডিরেক্টর। নিজেকে সুন্দর দেখানোর জন্য তিনি প্রচুর পরিশ্রম করেন। তাই খরচটাও একটু বেশি হয়। তাঁর বিউটি কেয়ারের বিল মাসে ৯৪ হাজার ৫৫৬ টাকা।
৪. অ্যানা উলফ:- বয়স ৩২। মূলত গৃহবধূ। দুটি বাচ্চার মা অ্যানা উলফ। ভাল দেখতে লাগার সঙ্গে বাজেটের খুব একটা সম্পর্ক আছে বলে তিনি মনে করেন না। তবে ব্র্যাণ্ডের ব্যপারে তিনি বেশ 'চুজি'। মাসে তাঁর খরচ ৪৭ হাজার ২৭৮ টাকা।