Extra-Marital Affairs: জানেন, কেন বিবাহিত পুরুষেরা অন্যের বউদের এত পছন্দ করে, জড়িয়ে পড়ে পরকীয়ায়? কারণ...
Extra-Marital Affairs: অনেক পুরুষ আছেন, যাঁরা নিজের জীবনে এক নারী থাকা সত্ত্বেও অন্যের স্ত্রী বা প্রেমিকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। মজে যান নতুন নারীর গহনে। বিবাহিত হোন বা অবিবাহিত, এমনিতেই পুরুষদের মধ্যে অন্য নারীতে মজে যাওয়ার একটা প্রবণতা আছে। কেন? আছে গভীর রহস্য!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেক পুরুষ আছেন, যাঁরা নিজের জীবনে একজন নারী থাকা সত্ত্বেও অন্যের স্ত্রী বা প্রেমিকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। মজে যান নতুন নারীর গহনে। বিবাহিত হোন বা অবিবাহিত, এমনিতেই পুরুষদের মধ্যে অন্য নারীতে মজে যাওয়ার একটা প্রবণতা আছে।
আরও পড়ুন: Fuchka: ফুচকা খেলে ক্যানসার! কী বললেন মন্ত্রী? ফুচকা কি তবে নিষিদ্ধ হয়ে যাচ্ছে?
অনেকেই গোপনে অন্যের স্ত্রীতে আকৃষ্ট হন। একজন বিবাহিত পুরুষ যদি অন্য নারীর প্রেমে পড়েন কিংবা নতুন সম্পর্কে জড়ান, তবে তার অর্থ করতে হবে, তিনি তাঁর বিবাহিত জীবনে সুখী নন। অন্তত এমনটিই মত সম্পর্ক-বিশারদদের। তা ছাড়া, সমীক্ষায় দেখা গিয়েছে, বিবাহিত পুরুষদের মধ্যে প্রতারণার সম্ভাবনা নারীদের তুলনায় বেশি। একজন বিবাহিত পুরুষ বিভিন্ন কারণে অন্য নারীর প্রতি আকৃষ্ট হতে পারেন।
বেশ। তা না হয় হল। কিন্তু কেন পুরুষের চোখে পরস্ত্রী এত আকর্ষণীয় হয়, জানেন?
১ একঘেয়ে সম্পর্কের এই পৃথিবীতে বেশিরভাগ মানুষই (পড়ুন পুরুষ) প্রেম বা বিয়ের সম্পর্ককে বেশিদিন আকড়ে ধরে রাখতে পারেন না
২ স্ত্রীর থেকে অনেক ধরনের প্রত্যাশা থাকে স্বামীর। হয়তো স্ত্রী সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন। আর সেই অপূর্ণ প্রত্যাশাই পুরুষদের অন্য নারীর কাছে নিয়ে যায়
৩ সব চেয়ে বড় কথা, একঘেয়েমির কারণে সঙ্গিনীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলা
৪ পুরুষ তার চোখ দিয়ে যে নারীটিকে রোজ দেখে তার মধ্যে বিশেষত্ব থাকেলও একঘেয়েমির কারণেই স্ত্রীকে হয়তো আর তত সুন্দর মনে হয় না, তখন অপেক্ষাকৃত বেশী সুন্দরীর দিকে মনে র গতি হয় তার
৫ আর একটা বিষয় খুব জরুরি, যেটা স্বামীদের অন্য নারীর প্রতি ঢলে পড়ার পিছনে অন্যতম বড় কারণ। পরকীয়ার সম্পর্কে দায়িত্ব নেই, বা তা খুবই কম। ফলে অনেক সম্পর্ক অনেক নির্ভার হয়
৬ অনেক পুরুষ নিজের স্ত্রীর সঙ্গে অন্যের স্ত্রীর তুলনা করেন এবং অন্য স্ত্রীকেই সেই প্রতিযোগিতায় জিতিয়ে রাখেন। তাঁর সব সময়ই মনে হয়, ওই নারীটিকে যে পেয়েছে, সে সত্যিই ভাগ্যবান। আর সে দুর্ভাগা।
৭ আর থাকে যৌনতার প্রশ্ন। সংশ্লিষ্ট পুরুষটির যৌনচাহিদা যদি মাত্রাছাড়া হয়, তবে অনেক সময়েই উল্টো দিকের নারীটি সেই তালে তাল মেলাতে পারে না। তাছাড়া, কোনও কোনও ক্ষেত্রে আবার সংশ্লিষ্ট নারীটির যৌনসক্ষমতাও গড়পড়তা হিসেবে কম থাকে। তখন বিরক্ত হয় পুরুষ। সে তখন মনে-মনে অন্য নারীকে কামনা করে
আরও পড়ুন: BCCI: ঈশান-সহ ৮ তারকাকে ছেঁটেই ফেলল বিসিসিআই? ফাঁস তালিকায় 'ব্রাত্যজনের রুদ্ধসংগীত'!
মোট কথা, স্বামী-স্ত্রী জীবনভর একই ছাদের নীচে থাকতে থাকতে মনে মনে যেন হাঁপিয়ে ওঠেন। সংসারের গণ্ডিতে বন্দী এই জীবনে তাঁরা একটুখানি বৈচিত্রের ছোঁয়া আনতে চান। আর সেই বৈচিত্রের স্বাদ পেতে অনেক পুরুষই অন্য নারীতে আকৃষ্ট হন এবং অনেক সময়ে সম্পর্কেও জড়িয়ে পড়েন। নারীরাও তো হন। তবে, এক্ষেত্রে পুরুষের সংখ্যা একটু বেশি।