BCCI: ঈশান-সহ ৮ তারকাকে ছেঁটেই ফেলল বিসিসিআই? ফাঁস তালিকায় 'ব্রাত্যজনের রুদ্ধসংগীত'!
BCCI List Of Snubbed 8 Cricketers: আট তারকা ক্রিকেটারকে কি ছেঁটে ফেলল বিসিসিআই! ব্রাত্যদের তালিকা দেখে এমনটাই মনে করছে ক্রিকেটমহল। তালিকায় রয়েছেন যাঁরা
1/8
ভারত-জিম্বাবোয়ে সফর
![ভারত-জিম্বাবোয়ে সফর India Tour Of Zimbabwe](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/07/03/481693-ind-vs-zim.jpg)
2/8
বিশ্বকাপের তিন ক্রিকেটারও রয়েছেন জিম্বাবোয়ে সফরে
![বিশ্বকাপের তিন ক্রিকেটারও রয়েছেন জিম্বাবোয়ে সফরে Hurricane Beryl Stops Team India Home Coming](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/07/03/481692-hurricane.jpg)
গত শনিবার ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। ৪৮ ঘণ্টা হয়ে গেল দেশে ফেরা হল না রোহিতদের। পুরো দলই আটকে পড়েছে বার্বাডোজে। কারণ সেখানে আস্ফালন দেখাচ্ছে হারিকেন বেরিল। যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্য়ামসন ও শিবম দুবেরাও আটকে রয়েছেন বার্বাডোজে। তাঁরা রয়েছেন জিম্বাবোয়ে সফরের জন্য় ঘোষিত ১৫ সদস্য়ের দলে।
photos
TRENDING NOW
3/8
যশস্বী জয়সওয়াল, শিবম দুবে ও সঞ্জু স্য়ামসন
![যশস্বী জয়সওয়াল, শিবম দুবে ও সঞ্জু স্য়ামসন Yashasvi Jaiswal, Shivam Dube, Sanju Samson](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/07/03/481691-s-dube.jpg)
4/8
সাই সুদর্শন, জিতেশ শর্মা, হর্ষিত রানা
![সাই সুদর্শন, জিতেশ শর্মা, হর্ষিত রানা Sai Sudharsan, Jitesh Sharma , Harshit Rana](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/07/03/481690-rana.jpg)
হর্ষিত-সুদর্শনরা, চলতি বছর আইপিএলে দারুণ পারফর্ম করারই পুরস্কার পেয়েছেন। দীর্ঘদিন ধরেই তাঁরা ভারতীয় দলে ঢোকার আলোচনায় ছিলেন। কিন্তু তাঁদের অন্তর্ভুক্তি বড় প্রশ্ন তুলে দিয়েছে আট ক্রিকেটারের ভবিষ্য়ৎ নিয়ে। তালিকায় রয়েছেন ঈশান কিশান, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, বরুণ চক্রবর্তী, ময়াঙ্ক যাদব, উমরান মালিক ও যশ দয়াল। তাঁদেরকে কিন্তু জিম্বাবোয়ে সফরের জন্য় ভাবাও হয়নি।
5/8
ঈশানের জট এখনও কাটল না
![ঈশানের জট এখনও কাটল না Curious Case Of Ishan Kishan](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/07/03/481688-kishan.jpg)
দক্ষিণ আফ্রিকা সফরের আগে পর্যন্ত ভারতীয় দলের একজন সর্ব-ফরম্যাট খেলোয়াড় ছিলেন ঈশান। তিনি বিসিসিআইয়ের থেকে বিরতি চেয়েছিলেন। সেই সিরিজ এবং টি-২০ বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনের মধ্যে অনেক কিছু ঘটে গিয়েছিল। তার মধ্য়ে রঞ্জি না খেলা এবং বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া। নির্বাচকরা মুম্বই ইন্ডিয়ান্সের উইকেটকিপার-ব্যাটারকে সাইডলাইনে রেখেই যা ভাবার ভাবছে। তাই ঈশান নেই জিম্বাবোয়ে সফরেও।
6/8
ঈশানকে নিয়ে আর বিন্দুমাত্র ভাবছে না বিসিসিআই!
![ঈশানকে নিয়ে আর বিন্দুমাত্র ভাবছে না বিসিসিআই! Ishan Kishan Realation With BCCI](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/07/03/481687-ishan.jpg)
7/8
ব্রাত্যজনের তালিকায় ঈশান কিন্তু একা নন!
![ব্রাত্যজনের তালিকায় ঈশান কিন্তু একা নন! Ishan's case isn't an isolated one](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/07/03/481685-iyer.jpg)
শুধু ঈশানকে দেখলেই হবে না। বাকিদের মধ্য়ে রয়েছেন অভিজ্ঞ কেএল ও কেকেআরের আইপিএল জয়ী অধিনায়ক শ্রেয়স। তাঁরাও কিন্তু সুযোগ পাননি জিম্বাবোয়ে সফরে। বোলারদের মধ্য়ে উপেক্ষিত বরুণ, ময়াঙ্ক, উমরান ও যশ। অনেকে মনে করছেন যে, ভেঙ্কটেশ আইয়ারের ফের দরজা খুলে যেতে পারে। চলতি বছর আইপিএলে ভেঙ্কটেশ দারুণ ফর্মে ছিলেন। ১৪ ম্য়াচে ৩৭০ রান করেছিলেন তিনি।
8/8
জিম্বাবোয়ে সফরে ভারতের ১৫ সদস্য় যাঁরা
![জিম্বাবোয়ে সফরে ভারতের ১৫ সদস্য় যাঁরা Indias Squad For Zimbabwe](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2024/07/03/481681-gill.jpg)
photos