ওয়েব ডেস্ক: আজ আরও একটা রবিবার। আর দশটা রবিবারের মতোই। খুব স্পেশাল কোনও সানডে নয় আজ। কিন্তু ছুটির দিনে দিব্যি ছুটি কাটাতে কাটাতে একবারও মনে হল কি যে, কেন রবিবারই ছুটির দিন হয়?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জন্ম থেকে নায়ক, মৃত্যুর আগেই খলনায়ক, এখন


সরকারিভাবে ১৮৪০ সাল থেকে রবিবারকে সপ্তাহের ছুটির দিন ঘোষণা করা হয়। ঐতিহাসিক জিম মাসেলোস বলছিলেন কীভাবে এ দেশে রবিবার ছুটির দিনের চল হয়। তাঁর কথা অনুযায়ী শুরুর দিকে ব্রিটেনের মতোই রবিবার মুম্বইতে (তখনকার বম্বে) ছুটির দিন ঘোষণা করার জন্য বেশ কিছুদিন আলোচনা হয়। সেই সময় যে ব্রিটিশ সরকার চলছিল এ দেশে, তাদের কর্তাদের মধ্যেই মতানৈক্য হয়। একদল চাইছিলেন যাতে ব্রিটেনের মতোই এ দেশেও ছুটির দিন ঘোষণা করা হয় রবিবারকে। যেভাবে খ্রীস্টানরা করে থাকেন আর কী। কিন্তু আরেক দলের বক্তব্য ছিল, বম্বেতে নানা ধর্মের মানুষের বাস। তাই তাঁরা শুধুমাত্র রবিবারকেই সপ্তাহের ছুটির দিন হিসেবে ভালোভাবে নাও মেনে নিতে পারেন। শুরুর দিকে তো ব্রিটিশ অনেক শাসকরাই চাননি সপ্তাহের একদিন অর্থাত্‍ মাসের চার দিনের টাকা শুধুশুধু কর্মীদের দিতে। কিন্তু পরের দিকে তাঁরা অর্ধেক টাকার বিনিময়ে এই ছুটি মেনে নেন। আর রবিবারই ছুটির দিন ঘোষণা হয়ে যায় ভারতে। তাই আজ আপনি ছুটির দিনে বাড়িতে।


আরও পড়ুন  বৃষ্টি ছাড়া মনে হয় না কানপুরে নিউজিল্যান্ডেক কেউ বাঁচাতে পারবে বলে