স্কার্টের নীচে লুকিয়ে ২৪টি বিয়ার ক্যান চুরি করলেন এক মহিলা
চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ে ধরা। এই `মহাবিদ্যা`র নানারকম গল্প নিশ্চয় আপনি শুনেছেন। কখনো তা আপনার বাড়িতে হয়েছে, কখনও বা বাড়িতে। কিংবা অভিনব চুরির গল্প শুনেছেন কোনও বন্ধুর কাছে। কিন্তু এমন অদ্ভূত চুরির কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন।
ওয়েব ডেস্ক: চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ে ধরা। এই 'মহাবিদ্যা'র নানারকম গল্প নিশ্চয় আপনি শুনেছেন। কখনো তা আপনার বাড়িতে হয়েছে, কখনও বা বাড়িতে। কিংবা অভিনব চুরির গল্প শুনেছেন কোনও বন্ধুর কাছে। কিন্তু এমন অদ্ভূত চুরির কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন।
বন্ধুদের সঙ্গে কেনাকাটা করতে গিয়েছিলেন দোকানে। এটা ওটা দেখতে দেখতে হঠাতই মহিলা ঘটালেন এক অদ্ভূত ঘটনা। দু'পাশে দেখে নিয়ে নামিয়ে নিলেন ২৪টি বিয়ার ক্যানের একটি পেটি। তারপর সঙ্গে সঙ্গে তা স্কার্টের নীচে লুকিয়ে নিয়ে আবার স্বাভাবিক ভাবে জিনিস দেখতে শুরু করলেন। যেন কিছু হয়ইনি। মহিলাকে ধরে কার সাধ্যি। কিন্তু এই 'হাতের কামাল'-এর সাক্ষী রয়ে গিয়েছিল সিসিটিভি। সেই সিসিটিভি ফুটেজেই দেখে নিন মহিলা কী করে ঘটালেন এই ঘটনা।