Vitamin D Deficient: আত্মহত্যার প্রবণতা কমিয়ে দেয় কোন বিশেষ ভিটামিন জানেন?
Vitamin D Deficient: আত্মহত্যা কেন ঘটে তার কি একটা দিশা এবার মিলল? হ্যাঁ, তা, মিলল বলাই চলে। কে দিল দিশা? দিশা দিল `ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিকস`। `World of Statistics` দুদিন আগে একটা ট্যুইট করেছে এ নিয়ে। কী রয়েছে সেই ট্যুইটে জেনে আশ্চর্য হবেন!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আত্মহত্যা কেন ঘটে তার কি একটা দিশা মিলল? কে দিল দিশা? দিশা দিল 'ওয়ার্ল্ড অফ স্ট্যাটিস্টিকস'। 'World of Statistics' দুদিন আগে একটা ট্যুইট করেছে। সেখানে লিখেছে-- '60% of people who attempted suicide are vitamin D deficient'! এর অর্থ, বিশ্ব জুড়ে যাঁরা আত্মহত্যা করেন/করার চেষ্টা করেন তাঁদের মধ্যে অন্তত ৬০ শতাংশ মানুষ ভিটামিন ডি-র অভাবে ভোগেন! এর মানে দাঁড়ায়, ভিটামিন ডি রিস্ক অফ সুইসাইড কমায়। শরীরে ভিটামিন ডি-র মাত্রা যথাযথ থাকলে আত্মহত্যা করার প্রবণতা কমবে সংশ্লিষ্ট মানুষের।
আরও পড়ুন: Happy Rose Day 2023: 'রোজ ডে'তে গোলাপ তো দেবেন, কিন্তু জানেন কি কাকে কোন রঙের গোলাপ দিতে হয়?
যেসব মানুষের আত্মহত্যার প্রবণতা আছে বা ইনটেনশনাল সেলফ হার্ম প্রবণতা আছে বলে কখনও জানা গিয়েছে, তাদের নিয়ে একটা স্টাডি করে জানা গিয়েছে, এঁদের শরীরে ভিটামিন ডি-র অভাব রয়েছে এবং শুধু অভাব রয়েছেই এমন নয়, সেই অভাবের কারণেই তাঁদের মধ্য়ে এই আত্মহত্যা বা আত্মক্ষতির মারণ প্রবণতা দেখা দেয়।
যে স্টাডি করা হয়েছে, সেখানে ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিয়ে দেখা হয়েছে বেছে নেওয়া মানুষগুলিকে। দেখা গিয়েছে, নিয়মিত ভিটামিন ডি সমৃদ্ধ খাবার বা ওষুধ দেওয়ার পরে তাঁদের মন থেকে আত্মহত্যার প্রবণতা বা আত্ম-ক্ষতির প্রবণতা অন্তত পক্ষে ৪৫ থেকে ৫০ শতাংশ কমে গিয়েছে।
আরও পড়ুন: Surya Gochar 2023: ১২ মাস পর ফের শনির রাশিতে সূর্য-শুক্র যোগ, কোন রাশির উপর হবে অর্থের বর্ষা
কেন শরীরে ভিটামিন-ডির অভাব ঘটে?
ভিটামিন ডি-র অভাবে ভোগে বিশ্বের অন্তত ৫০ শতাংশ মানুষ। তবে দেখা গিয়েছে, যাঁদের গায়ের রং একটি বেশি চাপা তাঁদের ত্বকে ভিটামিন ডি-র সংশ্লেষ তুলনায় কম হয়। অথবা যাঁরা শরীরের সমস্ত অংশ ঢেকে পোশাক পরেন, তাঁদেরও শরীরে ভিটামিন ডি-র অভাব দেখা যায়। ভিটামিন ডি-র অভাব বলে মূলত হাড় ও পেশি দুর্বল হয়ে পড়ে।