বিয়ের নেমন্তন্ন রক্ষা করতে অধিবেশনের মধ্যেই গণছুটিতে ১০০ বিধায়ক!
গোটা দেশে সবচেয়ে বেশি বেতন পান অন্ধ্রপ্রদেশের বিধায়করা। তাঁরাই এভাবে পরিষদীয় কাজকর্ম শিকেয় তুলে ছুটিতে থাকায় শাসকদল তেলেগু দেশম পার্টির দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠছে।
নিজস্ব প্রতিবেদন : বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতেই হবে। তাই অধিবেশনের মধ্যেই ছুটি চেয়ে বসল গোটা বিধানসভা। এমনই আজব কাণ্ড অন্ধ্রপ্রদেশ বিধানসভায়।
সপ্তাহে দু'দিন ছুটি। তারপর আরও দু'দিন অতিরিক্ত ছুটি চেয়ে স্পিকার কোদেলা শিবপ্রসাদ রাওয়ের কাছে চিঠি লিখেছেন তেলেগু দেশম পার্টির ১০০ জন বিধায়ক। ছুটি মঞ্জুরও করেছেন স্পিকার। এর ফলে অধিবেশনের মধ্যে ছুটিতে কার্যত গোটা বিধানসভাটাই। আগের সপ্তাহেও তথ্যপ্রযুক্তি শীর্ষক আলোচনায় যোগ দিতে অধিবেশনে অনুপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের বহু বিধায়ক।
আরও পড়ুন, বিয়ের মাঝে ঝামেলা, দৌড়ে থানায় গিয়ে মালাবদল বর-কনের
১৭৬ আসন বিশিষ্ট অন্ধ্রপ্রদেশ বিধানসভায় বিরোধী ওয়াই এস আর কংগ্রেসের সদস্য সংখ্যা ৬৭। বিরোধীরা ইতিমধ্যেই অধিবেশন বয়কট করেছে। এবার শাসকদলের ১০০ বিধায়কও ছুটিতে। প্রসঙ্গত গোটা দেশে সবচেয়ে বেশি বেতন পান অন্ধ্রপ্রদেশের বিধায়করা। তাঁরাই এভাবে পরিষদীয় কাজকর্ম শিকেয় তুলে ছুটিতে থাকায় শাসকদল তেলেগু দেশম পার্টির দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠছে।