নিজস্ব প্রতিবেদন: জম্মু-কাশ্মীরে 'অলআউট অভিযানে' কমপক্ষে ১০০ জন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। কেন্দ্রীয় মন্ত্রী হনসরাজ গঙ্গারাম আহির জানিয়েছেন, চলতি বছরের প্রথম ৬ মাসে নিহত হয়েছে ১০০ জঙ্গি। শহিদ হয়েছেন ৪৩ জন জওয়ান। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যসভায় লিখিত প্রশ্নে প্রতিরক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী হনসরাজ গঙ্গারাম আহির জবাব দিয়েছেন, বছরের প্রথম ৬ মাসে ২৫৬টি হিংসা ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে ২৬জন সাধারণের। সন্ত্রাসবাদী হামলায় ৪৩ জন জওয়ান শহিদ হয়েছেন।


গতবছরের তুলনায় এবছর হিংসার ঘটনা বেশি। প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী বলেন, ২০১৭ সালে জম্মু-কাশ্মীরে ৩৪২টি জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল। খতম করা হয়েছে ২১৩ সন্ত্রাসবাদীকে। শহিদ হয়েছেন ৮০ জন নিরাপত্তা আধিকারিক। প্রাণ হারিয়েছেন ৪০জন সাধারণ নাগরিক। 


২০১৬ সালে আবার ৮২ জন নিরাপত্তা আধিকারিক শহিদ হয়েছেন। দেড়শো জন জঙ্গিকে খতম করেছে সেনা। ৩২২টি হিংসার ঘটনা ঘটেছে। 


অতিসম্প্রতি জম্মু-কাশ্মীরে পিডিপি সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছে বিজেপি। সে রাজ্যে বর্তমানে রাজ্যপালের শাসন চলছে। বিজেপি নেতা রাম মাধব জানিয়েছিলেন, জম্মু-কাশ্মীরে প্রশাসন চালাতে ব্যর্থ মেহবুবা মুফতি। বিজেপি সরকার থেকে সমর্থন তোলার পরই জোরকদমে শুরু হয়েছে সেনা অভিযান। জায়গায় জায়গায় চলছে তল্লাশি।  


আরও পড়ুন- মন্দির সবার জন্য, সবরীমালায় মহিলাদের প্রবেশে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের