নিজস্ব প্রতিবেদন: হাথরসের ধর্ষণের অভিযোগ নস্যাতের পর এবার পুলিসের নতুন যুক্তি। জানানো হল, অভিযুক্তর ফোনে ১০৪ বার কথা হয়েছে নির্যাতিতার। প্রাথমিক তদন্তের পর এমনটাই দাবি করেছে যোগী পুলিস। এ ক্ষেত্রে উত্তরপ্রদেশ পুলিসের দাবি, পূর্ব পরিচিত ছিলেন হাথরস নির্যাতিতা এবং অভিযুক্ত। অন্যদিকে,বিরোধীদের অভিযোগ,গণধর্ষণের আড়াল করতে আরও এক নির্লজ্জ চেষ্টা চালাচ্ছে যোগী সরকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  'মোদীজি কাপুরুষ, কংগ্রেস ক্ষমতায় থাকলে ১৫ মিনিটে চিনকে ভারতের ভূখণ্ড থেকে তাড়িয়ে দিত'


এর আগে সুপ্রিম কোর্টে  উত্তরপ্রদেশ সরকার জানায় ।, রাজ্যকে বদনাম করতেই এই ষড়যন্ত্র, সবটাই জাতি হিংসার ছক। হাথরস ধর্ষণের কোনও প্রমাণই পাওয়া যায়নি রিপোর্টে।  JJ হাসপাতালের প্রাথমিক মেডিক্যাল রিপোর্টেও উল্লেখ নেই ধর্ষণের। পাশাপাশি পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছিল আগ্রার FSL-এও। এমনকী ধর্ষণের সম্ভাবনা উড়িয়েছে তাঁরাও। এ প্রসঙ্গে যোগী সরকারের দাবি, ষড়যন্ত্রেও তদন্ত হোক। জনস্বার্থ মামলায় হলফনামা দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। 


হাথরস কাণ্ডে CBI তদন্তের আর্জি জানিয়েছে উত্তর প্রদেশ সরকার। এর আগেই যোগী সরকার হাথরস কাণ্ডে CBI তদন্তের কথা বলে। সেই সময় বিরোধীদের আনেকেই দাবি জানিয়েছিলেন সিবিআই নয় বিচারবিভাগীয় তদন্ত হোক। সুপ্রিম কোর্টে, উত্তর প্রদেশ সরকারের সিবিআই তদন্তের  আর্জির পর, স্বাভাবিক ভাবেই মামলার তদন্ত শীর্ষ আদালতের তত্ত্ববধানেই। উত্তর প্রদেশ সরকার শীর্ষ আদালতে জানিয়েছে  কায়েমি স্বার্থে হাথরস কাণ্ডের রেশ ধরে সরকারকে কলিমা লিপ্ত করার চেষ্টা হয়েছে, তদন্তে সেই বিষয়টিকে নজরে রাখার আর্জি জানানো হয়েছে।