'মোদীজি কাপুরুষ, কংগ্রেস ক্ষমতায় থাকলে ১৫ মিনিটে চিনকে ভারতের ভূখণ্ড থেকে তাড়িয়ে দিত'

Oct 07, 2020, 13:11 PM IST
1/5

কৃষি আইন নিয়ে আন্দোলন করতে গিয়ে চিনা আগ্রাসনের কথা টেনে আনলেন রাহুল গান্ধী। মঙ্গলবার  কুরুক্ষেত্রে 'খেতি বাঁচাও আন্দোলন'-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় থাকলে ১৫ মিনিটে চিনকে ভারতের ভূখণ্ড থেকে তাড়িয়ে দিতাম।

2/5

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদিন কাপুরুষ বলেও তোপ দাগেন ওয়াইনাড়ের সাংসদ। বলেন, আমাদের কাপুরুষ প্রধানমন্ত্রী বলছেন কেউ আমাদের ভূখণ্ডে ঢোকেনি। গোটা বিশ্বে ভারতই একমাত্র দেশ যার ১২০০ বর্গ কিলোমিটার এলাকা অন্য কোনও দেশ দখল করে বসে রয়েছে। আর উনি নিজেকে দেশভক্ত বলে বেড়াচ্ছেন।

3/5

রাহুল আরও বলেন, দেশের সবাই জানে, চিন আমাদের ভূখণ্ডে  ঢুকেছে। এটা কেন ধরনের দেশভক্তি! আমরা যদি ক্ষমতায় থাকতাম তাহলে ১৫ মিনিটে চিনকে আমাদের এলাকা থেকে উত্খাত করে দিতাম।

4/5

রাহুলের দাবি, আমাদের সরকার যখন ক্ষমতায় ছিল তখন চিনের সাহস হয়নি ভারতের ভূখণ্ডে এক পাও বাড়ানোর।  

5/5

উল্লেখ্য, কৃষি আইন বিরোধী আন্দোলন করতে গিয়ে পঞ্জাবের মোগায় রাহুল বলেন, কেন্দ্রে আমাদের সরকার ক্ষমতায় এলে এই কালা কানুন বাতিল করে দেব। এই আইন কৃষকদের ধ্বংস করে দেবে।