ওয়েব ডেস্ক: গতকাল রাতেই প্রয়াত ল্যান্সনায়েক হনুমন্থাপ্পার দেহ পৌছয় তাঁর কর্নাটকে। দিল্লি থেকে সেনার বিশেষ বিমানে পৌছয় দেহ। আপাতত স্টেডিয়ামেই রাখা হয়েছে মরদেহ। সেখানে সিয়াচেনের শহীদকে সম্মান জানাতে সকাল থেকে উপচে পড়া ভিড়। মিরাকেল ম্যানকে চোখের জলে বিদায় আমজনতার।  পরে ধারওয়ার জেলার বেতাদুরে নিজের গ্রামে নিয়ে যাওয়া হবে মরদেহ।  গ্রামেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়া তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। রাতে দেহ পৌছতেই শোকে ভেঙে পড়েন প্রয়াত সেনার পরিজনেরা। প্রয়াত সেনানির পরিবারের প্রতি সমবেদনা কর্ণটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার। পরিজনদের ২৫ লক্ষ টাকার পাশাপাশি বসবাস এবং চাষের জন্য ৬ একর জমি দেওয়ারও প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। পাশাপাশি পরিবারের সদস্যদের একজনকে দেওয়া হবে সরকারি চাকরিও।