নিজস্ব প্রতিবেদন : রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ৩২ জনের। আহত বহু। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে, বাসটি জয়পুর থেকে মাধোপুরের দিকে যাচ্ছিল। সোয়াই মাধোপুরের কাছে ধুবি এলাকায় হঠাত্ই নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতু থেকে নদীতে পড়ে যায় দ্রুতগতিতে থাকা বাসটি। প্রবল শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেছে। খবর পেয়ে সেখানে আসে পুলিস ও উদ্ধারকারী দলের সদস্যরাও।


 



নদীতে জল বেশি থাকায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। বাকিদের উদ্ধার করে চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আরও ২০ জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা পুলিসের।


আরও পড়ুন- ফের গুজরাট সফরে রাহুল, ঠিক করবেন পরবর্তী রণকৌশল