বাবার কাঁধেই শেষ নিঃশ্বাস ত্যাগ ছেলের, হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন!
ওয়েব ডেস্ক: মুমূর্ষ পুত্রের চিকিৎসার জন্য মেলেনি কোনও অ্যাম্বুলেন্স, পাওয়া যায়নি কোনও স্ট্রেচার, উপায় না পেয়ে বাবা নিজের ছেলেকে কাঁধে তুলেই ছুটছেন হাসপাতালের দিকে। কোনও সিনেমার চিত্রনাট্য নয়। এই ঘটনা পুরাণের শিবতাণ্ডবও নয়। কানপুরের ছবি। রূঢ় বাস্তব যে কতটা কঠিন, আরও একবার চোখের সামনে এল সেই ছবিটাই। কার্যত চিকিৎসা না পেয়েই বাবার কাঁধেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল ১২ বছরের ছেলে।
বাবা ছেলেকে কাঁধে নিয়ে দৌড়ে গিয়েছেন হাসপাতালের জরুরী বিভাগে। ডাক্তারদের কাছে আকুতি মিনতি করেছেন, 'স্যার, আমার ছেলেটাকে এখনই ভর্তি করে নিন। স্যার, আমার ছেলেকে বাঁচান'। কেউ কথা শুনল না। বেঘরেই প্রাণ গেল ১২ বছরের ছেলের। জীবন বাঁচাতে কাঁধে নিয়ে দৌড়ের ছবিটায় কেবল রয়ে গেল, বাবা ফিরলেন ছেলের শব নিয়ে।