নিজস্ব প্রতিবেদন: বাবার মোবাইল ফোন ঘাঁটছিল বছর বারোর ছোট্ট মেয়ে। তার পর হঠাৎ বাড়িতে থাকা একটি ইলাস্টিক দড়ি নিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ল সে-ও। শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের হংসপুরি এলাকায়। ১২ বছরের মেয়েটির নাম শিখা রাঠৌড়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে খবর, ওই দিন বিকেল ৪টে নাগাদ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে তারই ছোট বোন। দিদিকে ওই ভাবে ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে ভয় পেয়ে মা’কে ডেকে আনে সে। তড়িঘড়ি শিখাকে নামিয়ে এনে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যান শিখার মা। কিন্তু বাঁচানো যায়নি ছোট্ট শিখাকে। চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


আরও পড়ুন: গাছ লাগাতে এসে মহিলা ফরেস্ট অফিসারকে বেধড়ক পেটাল শাসক দলের কর্মীরা


স্থানীয় এক পুলিস আধিকারিকের কথায়, ঘটনার আগে বাবার মোবাইল নিয়ে ইউটিউবে আত্মহত্যার কোনও ভিডিয়ো দেখেছিল শিখা। এই ভিডিয়োর কথা মা’র কাছে গল্প করেও জানায় সে। কিন্তু মেয়ে যে নিজেই এমন একটা কাণ্ড করে বসবে, তা আঁচ করতে পারেননি শিখার মা। ঘটনায় স্তম্ভিত শিখার পরিবার ও স্থানীয়রা। প্রাথমিক তদন্তের পর পুলিসের অনুমান, ওই ভিডিয়ো দেখেই হয়তো এমন কাণ্ড ঘটিয়েছে শিখা। সূত্রের খবর, পুলিস এই ঘটনাকে দুর্ঘটনার কারণে মৃত্যু বলে নথিভুক্ত করেছে।