মহারাষ্ট্রে বাস দুর্ঘটনায় মৃত ১৩, আহত ৩
১৬ জন যাত্রী নিয়ে মিনিবাসটি গণপতিপুলে থেকে পুণে যাচ্ছিল। পথে কোলাপুরে পঞ্চগঙ্গা নদীতে পড়ে যায় সেটি।
নিজস্ব প্রতিবেদন : মহারাষ্ট্রের কোলাপুরে যাত্রীবাহী বাস উল্টে গেল নদীতে। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। আহত ৩। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
আরও পড়ুন- হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার কারণি সেনার জাতীয় সম্পাদক
পুলিস জানিয়েছে, ১৬ জন যাত্রী নিয়ে মিনিবাসটি গণপতিপুলে থেকে পুণে যাচ্ছিল। পথে কোলাপুরে পঞ্চগঙ্গা নদীতে পড়ে যায় সেটি। দুর্ঘটনার ভয়াবহতা এমনই যে, ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায় বাসটি। যাত্রীরা প্রত্যেকেই পুণের বালেওয়াড়ির বাসিন্দা। ঘটনার পরই উদ্ধারকাজে নেমে পড়ে পুলিস, দমকল। রাতভর চলে উদ্ধার অভিযান। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতেই বাসটি ব্রিজ থেকে সোজা নদীতে পড়ে যায় বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এমনটা ঘটল তা এখনও স্পষ্ট নয়।