নিজস্ব প্রতিবেদন: অন্তর্দ্রোহে জেরবার আম আদমি পার্টি। পঞ্জাবে আপের সঙ্গ ছাড়ল শরিক লোক ইনসাফ পার্টি। দলের সভাপতি সিমারজিত্ লিং বেইনস বলেন, ''পঞ্জাবে আম আদমি পার্টির ১৫ জন বিধায়ক নতুন দল ছাড়তে চাইছেন।'' উল্লেখ্য, পঞ্জাবে ২০ জন বিধায়ক রয়েছে আপের।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 পঞ্জাবের প্রাক্তন অর্থমন্ত্রী বিক্রমজিত্ মাজিথার কাছে লিখিত ক্ষমা চেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আর সেই সিদ্ধান্তের বিরোধিতায় সুর চড়িয়েছে পঞ্জাবের আপ নেতৃত্ব। তাদের বক্তব্য, শিরোমণি অকালি দলের নেতার কাছে ক্ষমাপ্রার্থনা করে পঞ্জাবের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। 


এদিন সকালেই পঞ্জাবে আপের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন সাংসদ ভগবন্ত মান। তার কয়েকঘণ্টা পরই ইস্তফা দেন সহ-সভাপতি আমন আরোরা। মাদক পাচারে অভিযুক্ত বিক্রমজিত্ মাজিথা। তাঁর কাছে কেজরিওয়াল ক্ষমা চাওয়ায় দলের অন্দরেই উঠেছে প্রশ্ন। এদিন আপের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং বলেন, ''পঞ্জাবের যুব সম্প্রদায়কে মাদকের নেশা ধরিয়ে ধ্বংস করে দিয়েছেন মাজিথা।''  


বৃহস্পতিবার মাজিথার বিরুদ্ধে অভিযোগ তুলে নেন কেজরিওয়াল। একইসঙ্গে তাঁর কাছে ক্ষমাও চান। কেজরিওয়াল চিঠিতে লিখেছেন, ''আপনার বিরুদ্ধে মাদকচক্রে জড়িত থাকার অভিযোগ করেছিলাম। এটা রাজনৈতিক বিষয় ছিল। তবে কোনও প্রমাণ না থাকায় রাজনীতি করা উচিত নয়। আমার সমস্ত অভিযোগ প্রত্যাহার করছি। এবং আপনার কাছে ক্ষমাপ্রার্থনা চাইছি।''