ওয়েব ডেস্ক: প্রেমে প্রত্যাখ্যাত হওয়ার পর বিতাড়িত হয়েছিল পরিবার থেকেও। পথেই সন্তানের জন্ম দিলেন সপ্তদশী তরুণী। ঘটনা ঝাড়খণ্ডের সরাইকেলা - খারসাওয়ান জেলার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কের জেরে গর্ভবতী হয়ে পড়ে ওই তরুণী। এর পরই তাকে পরিত্যাগ করে প্রেমিক। লোকলজ্জায় মেয়েকে বাড়ি থেকে বার করে দেয় পরিবারও। এর পর রাস্তাতেই ঠাঁই হয় তাঁর। গত ২১ অগাস্ট প্রসববেদনা শুরু হয় তরুণীর। হাসপাতালে নিয়ে গেলে তাকে ফিরিয়ে দেন সেখানকার কর্মীরা। পরদিন সকাল ৫টায় একরকম বাধ্য হয়ে রাস্তাতেই সন্তানের জন্ম দেয় সে।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রসবের বেশ কিছুক্ষণ পরও রক্ষ মাখা অবস্থায় রাস্তায় পড়ে ছিল মা ও সন্তান। তখনও কাটা হয়নি নাড়ি। দুজনকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে চার দিক থেকে ইঁট দিয়ে ঘিরে দেন একজন। হাসপাতালের সামনেই এই কাণ্ড ঘটলেও চিকিত্সকরা জানিয়ে দেন, অভিভাবক না থাকায় ভর্তি নেওয়া যাবে না ওই মহিলাকে। এর পর স্থানীয়রা হাসপাতালে গিয়ে আর্জি জানালে ওই তরুণীকে ভর্তি নেওয়া হয়। নিজেরে ভুল স্বীকার করেছেন নার্সরা।