ওয়েব ডেস্ক: দ্বাদশ শ্রেণির ছাত্রের 'অপরাধ' ছিল বিহারের শাসক দল জেডিইউ নেত্রীর ছেলের গাড়িকে ওভারটেক করা। সেই 'অপরাধে' জেডিইউ নেত্রীর ছেলে রকি যাদব আদিত্য সচদেব নামের সেই ছাত্রকে গুলি করে খুন করল। অন্তত এমনটাই অভিযোগ। অভিযোগ, রকি যাদব ও তার দেহরক্ষীরা গুলি করে।


গতকাল সন্ধেয় বন্ধুদের সঙ্গে সুইফ্ট গাড়িতে চড়ে বাড়ি ফিরছিলেন ১৯ বছরের আদিত্য। সেই সময় রকির ল্যান্ড রোভার গাড়িকে ওভারটেক করা নিয়ে বচসা শুরু হয়। আদিত্য বন্ধুদের সঙ্গে ছিলেন। ওভারটেক করার পরই ল্যান্ড রোভারের আরোহীরা সুইফ্ট গাড়িটি থামায় এবং গাড়ির আরোহী আদিত্যকে ক্ষমা চাইতে বলে। আদিত্য ক্ষমা চাওয়ার পর তাকে চলে যেতে যেতে দেওয়া হয় এবং তারপর গাড়ির পিছনে গুলি করা হয়। সুইফ্টের গাড়ির পিছনে বসে থাকা আদিত্য গুলিবিদ্ধ হয় এবং তার মৃত্যু হয়।