ওয়েব ডেস্ক: GST-এর প্রথম দিন। ঠিক কীভাবে নতুন ব্যবস্থাকে গ্রহণ করে নিল গোটা দেশ? একটি রিপোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নতুন অর্থব্যবস্থায় প্রবেশ করল বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। আসমুদ্র হিমাচলে এখন একটাই অভিন্ন বাজার। নতুন কর নিয়ে এসেছে নতুন উদ্বেগ। বণিকমহলে দেখা দিয়েছে সংশয়। কেউ কেউ আবার বেশ নিশ্চিন্ত।


দেওয়ানি বিধি এখনও অভিন্ন নয়। রাজ্য ভেদে কোথাও কোথাও আলাদা আইন রয়েছে। কিন্তু, করের আইন দেশজুড়ে একটাই। সেখানে পুঞ্চ ও পাটনার বিরোধ নেই।


স্বাধীনতার সত্তর বছর পর, পুরনো অর্থব্যবস্থাকে ত্যাগ করল প্রজাতান্ত্রিক ভারত। শুরু হল নতুন করে পথ চলা। কোথায় পৌছব আমরা? বলবে সময়।


GST-র প্রভাবে কোন জিনিসের দাম বাড়ছে আর কোন জিনিসের দাম কমছে, পুরো তালিকা দেখে নিন


এক দেশ, এক বাজার, একটাই কর, আজ থেকে দেশে নতুন অর্থব্যবস্থা