ওয়েব ডেস্ক: অভিনব সিদ্ধান্ত নিল কেরল সরকার। দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে এখানে যৌন অপরাধীদের নাম, ধামসহ বিষদ তথ্য সংগ্রহ ও সরক্ষণ করা হবে বলে জানালেন সেরাজ্যের রাজ্যপাল তথা প্রাক্তন বিচারপতি পি সথাশিবম।


এই প্রক্রিয়ায় যৌন অপরাধীদের সম্পর্কে সব রকম তথ্য সংগ্রহ করে তা জনসাধারণের নাগালের মধ্যে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন মনে করছে যে, এতে ভবিষ্যেতে যখন কোনও সংস্থা তাদের কর্মী নিয়োগ করবে, তখন তারা ওই রেকর্ড দেখে চাকুরিপ্রার্থীর অতীত সম্পর্কে নিশ্চিত হতে পারবে। এছাড়াও রাজ্যের আইন-শৃঙ্খলা ও বিচার বিভাগের কাজেও অত্যন্ত সহায়ক হবে এই তথ্য ভাণ্ডার বলে মনে করা হচ্ছে। (আরও পড়ুন- মহাশিবরাত্রিতে কোয়েম্বাত্তুরে ১১২ ফুটের শিব মূর্তি উন্মোচনে নরেন্দ্র মোদী)