জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির যুদ্ধে দুই সেনাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার কর্মকর্তারা এই কথা জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় রাজৌরি জেলার একটি জঙ্গলে কর্ডন এবং তল্লাশি অভিযান শুরু করে বাহিনী। এর পরেই নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় বলে তারা জানিয়েছে। সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিসের একটি যৌথ দল সোমবার সন্দেহজনক গতিবিধির তথ্য পাওয়ার পরে তার ভিত্তিতে কালাকোট এলাকায় ব্রোহ এবং সুম জঙ্গল ঘিরে এই অভিযান শুরু করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bihar Caste Census: বিহারের জাতিভিত্তিক জনগণনার রিপোর্ট প্রকাশ্যে, বিরোধীদের তুলোধনা মোদীর


কর্ডন ভাঙার চেষ্টায় সন্ত্রাসবাদীরা সেনাকর্মীদের দিকে গুলি চালায়। এর উত্তরে পাল্টা গুলি চালানো হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। গুলির যুদ্ধে দুই সেনাকর্মী আহত হয়েছেন। একজন সিনিয়র পুলিস অফিসার এই খবর জানিয়েছেন। তিনি জানান, আহত সেনাকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।


দুই সন্ত্রাসবাদী এই ঘেরাও করে রাখা এলাকার ভিতরে রয়েছে বলে মনে করা হচ্ছে। তারা জানিয়েছেন সমস্ত সম্ভাব্য পালানোর রাস্তা বন্ধ করার জন্য শক্তিবৃদ্ধি করা হয়েছে। একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন যে যৌথ অভিযানটি কালাকোটের সাধারণ বসতি এলাকায় শুরু হয়েছিল। তিনি আরও জানিয়েছেন যে সন্ত্রাসবাদীদের উপর নজরদারি বজায় রাখতে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। বর্তমানে এই অভিযান আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।


আরও পড়ুন: Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল অসম-মেঘালয়, কম্পন টের পেল কোচবিহার থেকে মালদহ


১ অক্টোবর, জম্মু ও কাশ্মীরের এই এলাকায় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের গতিবিধি সম্পর্কে নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়া যায় বলে সেনাকর্তারা জানিয়েছেন।


জম্মুর প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুনীল বারতওয়াল বলেছেন, ‘কালাকোট এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং জেএন্ডকে পুলিসের যৌথ অভিযান শুরু হয়েছিল। প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে, সন্ত্রাসবাদীদের উপর নজরদারি করতে। বর্তমানে, ইন্টেন্স অভিযান চলছে’।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)