Uttar Pradesh : ব্রিজ থেকে নদীতে Covid এর লাশ! গ্রেফতার দুই
কোভিড প্রোটোকল মেনে মৃতদেহ ভাইপোর হাতে তুলে দেওয়া হয়
নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশে ব্রিজ থেকে নদীতে কোভিড মৃতদেহ (Covid Deadbody) ছুঁড়ে ফেলার ঘটনায় গ্রেফতার করা হল দুজনকে। রবিবার এমনটাই জানালেন বলরামপুর (Balarampur) জেলার পুলিস সুপার। ব্যবস্থা নেওয়া হচ্ছে পরিবারের বিরুদ্ধেও। জানা গিয়েছে ঔ মৃতদেহটির পরিচয়ও। এক ভিডিও বার্তায় পুলিস জানায়, 'ব্রিজ থেকে যে মৃতদেহ ছুঁড়ে ফেলা হচ্ছিল তা আসলে কোভিডেরই মৃতদেহ। প্রেম নাথ মিশ্র নামে ঐ রোগী মে মাসের ২৫ তারিখ হাসপাতালে ভরতি হন।'
বলরামপুরের অতিরিক্ত পুলিস সুপার আরও জানান, 'করোনা আক্রান্ত হলে ঐ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ২৮ মে তিনি মারা যান। কোভিড প্রোটোকল মেনে মৃতদেহ তাঁর ভাইপোর হাতে তুলে দেওয়া হয়। কিন্তু কেন ঐ ভাবে নদীতে মৃতদেহ ফেলা হল তা নিয়ে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে। পুরো বিষয় পুলিস তদন্ত করে দেখছে।'
আরও পড়ুন: 'নতুন সংসদ ভবন প্রয়োজনীয়, নির্মাণ চলবেই,' মামলাকারীকে ১ লক্ষ টাকা জরিমানা আদালতের
প্রসঙ্গত, ২৮ মে ভাইরাল হওয়া একটি ভিডিও (Viral Video) দেখে আঁতকে ওঠে গোটা দেশ। যেখানে দেখা যাচ্ছে, ভরপুর বৃষ্টি হচ্ছে। পিপিই পরে রয়েছেন এক ব্যক্তি। সঙ্গে আরও একজনকে দেখা যাচ্ছে, তবে তিনি পিপিই কিটে ছিলেন না। একটি লাশকে প্রথমে ব্রিজের রেলিংয়ের ওপর রেখে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। রাপ্তি নদীতে ফেলা হয় ওই লাশ।
আরও পড়ুন: আলাপনের বিরুদ্ধে কি এবার কঠোর পদক্ষেপ? স্বরাষ্ট্রমন্ত্রক-DOPT বৈঠক ঘিরে জল্পনা
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)