নিজস্ব প্রতিবেদন: ভারতের মুকুটে নতুন পালক। দুটি নতুন সৈকত এবার আন্তর্জাতিক 'ব্লু ফ্ল্যাগ' শিরোপা পেল। কেরলের কোভালাম এবং পুদুচেরির ইডেন বিচ এই স্বীকৃতি পেল। এই নিয়ে ভারতের ১০টি সমুদ্র সৈকত এই শিরোপা জিতল। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী টুইট করে তাঁর উচ্ছ্বাসও প্রকাশ করেছেন।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রীয় মন্ত্রী ভূপিন্দর যাদব (Union Minister Bhupender Yadav) টুইটারে এই সৈকতগুলির কথা উল্লেখ করেছেন। তিনি জানান, তামিলনাড়ুর কোভালাম এবং পুদুচেরির ইডেন সৈকত এই আন্তর্জাতিক ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে। তিনি সৈকতগুলির ছবিও টুইটারে শেয়ার করেন।


আরও পড়ুন: Delhi Restaurant Saree Ban: 'স্মার্ট পোশাক নয়', দিল্লির রেস্তোরাঁয় মহিলাকে ঢুকতে বাধা


সমুদ্র সৈকতকে তার প্রাকৃতিক বৈশিষ্ট্য-সহ বজায় রাখাটা পরিবেশের দিক থেকে খুব জরুরি। সৈকতের বাস্তুতন্ত্র রক্ষা করা এবং সৈকতকে পরিচ্ছন্ন রাখাটা সবুজ পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে আবশ্যিক। এ বিষয়ে বিশ্ব জুড়ে একটা মান্য পরিমাপক রয়েছে। সেই মানে উত্তীর্ণ হলেই এই Blue Flag শংসাপত্র মেলে। সেই নিয়ম মোতাবেকই এই বছর এই দুটি সৈকত এই স্বীকৃতি পেল।


কেন্দ্রীয় সরকারের তরফে উচ্ছ্বাস প্রকাশ করে জানানো হয়েছে, ভারতের 'ক্লিন অ্যান্ড গ্রিন ইন্ডিয়া' প্রকল্প যে ক্রমে সাফল্যমণ্ডিত হচ্ছে, এ আসলে তারই চিহ্ন।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Weather Alert: জোড়া নিম্নচাপের জের, জারি থাকবে ভারী বৃষ্টি, সতর্ক করল মৌসম ভবন