B.1.1.529: এবার চণ্ডীগড়-অন্ধ্রে ২ জনের শরীরে মিলল Omicron, দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৫
আক্রান্তদের মধ্যে একজন ফাইজার টিকার দুটো ডোজ নিয়েছেন
নিজস্ব প্রতিবেদন: ভারতে আরও দু'জনের শরীরে মিলল ওমিক্রন (Omicron)। চণ্ডীগড় এবং অন্ধ্রপ্রদেশে দু'জনের শরীরে মিলল করোনা ভাইরাসের (Corona Virus) নয়া প্রজাতি। আক্রান্তরা যথাক্রমে ইতালি এবং আয়ারল্যান্ড ফেরত। এর ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হল ৩৫।
জানা গিয়েছে, চণ্ডীগড়ে ওমিক্রন (Omicron) আক্রান্ত ব্যক্তির বয়স ২০ বছর। ২২ নভেম্বর ইতালি থেকে তিনি ভারতে এসেছিলেন। পয়লা ডিসেম্বর তিনি করোনা আক্রান্ত হন। এবার তাঁর শরীরেই ওমিক্রন ভাইরাস ধরা পড়ে। চণ্ডীগড়ের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তি ফাইজার টিকার (Pfizer Vaccine) দুটো ডোজ নিয়েছেন। অন্যদিকে রবিবারই অন্ধ্রপ্রদেশের প্রথম ওমিক্রন (Omicron) আক্রান্তের খোঁজ মিলেছে। আক্রান্ত ব্যক্তির বয়স ৩৪ বছর। বিশাখাপত্তনমে তিনি করোনা আক্রান্ত হন। প্রথমে মুম্বইতে যান ওই ব্যক্তি। সেখানে তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। এরপর ২৭ নভেম্বর তিনি বিশাখাপত্তনমে যান।
এখনও পর্যন্ত মহারাষ্ট্রে ১৭, রাজস্থানে ৯, গুজরাটে ৩, কর্ণাটকে ২ এবং দিল্লিতে ২ জনের শরীরে মিলেছে ওমিক্রন (Omicron)।
আরও পড়ুন: ১৪-২৫ ডিসেম্বরের মধ্যে বাতিল একগুচ্ছ ট্রেন, রইল সম্পূর্ণ তালিকা
আরও পড়ুন: মাত্র ২ ঘণ্টায় জানুন ওমিক্রন আক্রান্ত কি না, উপায় বাতলে দিচ্ছে কলকাতার সংস্থা