স্কুলে যাওয়ার পথে রাজস্থানে বাজ পড়ে মৃত ২, আহত ৯ স্কুলপড়ুয়া
যোগ দিতে যাচ্ছিল স্কুলের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। হঠাত্ই কালো মেঘ করে আকাশ ভেঙে বৃষ্টি নামে। সঙ্গে বজ্রপাত। নিজেদের বাঁচাতে রাস্তার ধারে একটি গাছের নিচে আশ্রয় নেয় দুই শিশু গণেশ মহাবীর ও অশোক মীনা। কিন্তু, তাদের কী জানা ছিল সেখানেই তাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে! গাছের ওপর বাজ পড়ে সেখানেই মৃত্যু হয় রাজস্থানের বাসসি এলাকার প্রাথমিক স্কুলের ওই দুই ছাত্রের।
ওয়েব ডেস্ক : যোগ দিতে যাচ্ছিল স্কুলের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। হঠাত্ই কালো মেঘ করে আকাশ ভেঙে বৃষ্টি নামে। সঙ্গে বজ্রপাত। নিজেদের বাঁচাতে রাস্তার ধারে একটি গাছের নিচে আশ্রয় নেয় দুই শিশু গণেশ মহাবীর ও অশোক মীনা। কিন্তু, তাদের কী জানা ছিল সেখানেই তাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে! গাছের ওপর বাজ পড়ে সেখানেই মৃত্যু হয় রাজস্থানের বাসসি এলাকার প্রাথমিক স্কুলের ওই দুই ছাত্রের।
আরও পড়ুন- কাশ্মীরে জোড়া তুষারধসে মৃত ১০ সেনা জওয়ান
বাসসি শহরেই অপর এক জায়গায় বৃষ্টির মধ্যে বাজ পড়ে একই রকমভাবে আহত হয়েছে ৯ স্কুল পড়ুয়া। বৃষ্টি ও বজ্রপাত থেকে বাঁচতে তারাও গাছের নিচে আশ্রয় নেয়। সেখানেই বজ্রাঘাতে ৯ জন আহত হয়। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।