কাশ্মীরের গান্ডেরবালে সেনার এনকাউন্টারে খতম ২ জঙ্গি
ফের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত কাশ্মীর। মঙ্গলবার সকাল থেকেই চলছে দু’পক্ষের গুলির লড়াই।
নিজস্ব প্রতিবেদন: ফের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত কাশ্মীর। মঙ্গলবার সকাল থেকেই চলছে দু’পক্ষের গুলির লড়াই। পুলিস সূত্রে খবর, সেনা বাহিনীর গুলিতে এখনও পর্যন্ত দুই জঙ্গি খতম হয়েছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, এ দিন সকাল থেকেই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত কাশ্মীরের গান্ডেরবাল জেলার গুন্দ অঞ্চল। গুন্দ অঞ্চলে জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়ে জম্মু-কাশ্মীরের পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ ভাবে অভিযান চালায়। সেনা বাহিনীকে দেখে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। সেনার এনকাউন্টারে এখনও পর্যন্ত দুই জঙ্গির নিকেশ হওয়ার খবর মিলেছে।
আরও পড়ুন: ইকো পার্কের কাছে বাঁক নিতে গিয়ে মেট্রোর পিলারে ধাক্কা গাড়ির, ঘটনাস্থলেই নিহত ৩
জানা গিয়েছে, ওই অঞ্চলে এখনও দফায় দফায় গুলির লড়াই চলছে। আরও দু’-তিন জন জঙ্গি ওই এলাকায় রয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিসের প্রাথমিক অনুমান, এই জঙ্গিরা লস্কর-ই-তইবা সংগঠনের সদস্য।