জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রেনে-বাসে আসন নিয়ে সহযাত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনা প্রথম নয়। আগেও ভাইরাল হয়েছে এমন ঘটনা। আবারও ভাইরাল এমন একটি ঘটনা। বাসের সিটে বসা নিয়ে চুলোচুলি করছেন দুই মহিলা!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসলে বাসের সিটে বসার জন্য দুই মহিলার মধ্যে তুমুল বচসা হয়। তারপরই একে অপরকে চুল ধরে টেনে মাটিতে ফেলে চলে একের পর এক কিল, চড়, ঘুষি, লাথি। এক মহিলা অন্য মহিলার চুল ধরে সজোরে টানতে থাকেন। বাসের সিটে বসা নিয়ে দুই মহিলার মধ্যে তুমুল হাতাহাতির এই ঘটনা এখন ভাইরাল।


সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনাটি কর্ণাটকের বলে দাবি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রথমে দুই মহিলার একে অপরের চুল ধরে ছিলেন। যেখানে একজন মহিলা সিটে বসে ছিলেন, আর অন্য মহিলা দাঁড়িয়ে ছিলেন। তারপরই ঘটে যায় চুলোচুলি কাণ্ড। শেষে এক ব্যক্তি এসে দুজনকে সরিয়ে নিয়ে যান। 


এই ঘটনা ভাইরাল হওয়ার পর নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'ফ্রি টিকিট নয়, বিনামূল্যে শিক্ষার প্রয়োজন।' শুধু বাসের সিটে বসা নয়, এর আগে সবজি কিনতে গিয়েও মহিলাদের মধ্যে মারামারির ভিডিয়ো ভাইরাল হয়েছে।


আরও পড়ুন, Maihar Gangrape: কিশোরীকে গণধর্ষণ, যৌনাঙ্গে 'রড', সারা শরীরে কামড়! অভিযুক্তদের বাড়ি গুঁড়িয়ে দিল সরকার



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)