ওয়েব ডেস্ক: উনি কথাই বলেন না! নির্লিপ্ত থাকাই তাঁর স্বভাব। দেশের প্রধানমন্ত্রী পদে যখন ৮ বছর দায়িত্ব সামলেছেন তখন বিরোধীদের অভিযোগ ছিল, "রোবট প্রধানমন্ত্রী, কথাই বলেন না"। কথা বলছি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের। ভারতের বিশিষ্ট অর্থিনীতিবিদদের মধ্যে অন্যতম একজন ডঃ মনমোহন সিং। নরসিমা রাওয়ের সরকার চলাকালীন অর্থ মন্ত্রকের দায়িত্বও সামলেছেন। তাঁর হাত ধরেই তো ভারত অর্থনৈতিক উদারীকরণের দিকে হাঁটতে শুরু করেছে। নয়ের দশকে বিশ্বের কাছে উন্মুক্ত হয়েছিল ভারতের বাজার। মাথা যতই চলুক, মুখে মনমোহন সিং সর্বদাই 'স্পিকটি নট'। তবে এবার তিনি কথা বললেন, শুধু বললেনই না, বর্তমান প্রধানমন্ত্রীকে একেবারে বিদ্ধ করলেন তাঁর ব্রহ্মাস্ত্রে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


 


নোট ব্যান ইস্যুতে রাজ্যসভায় চাঁছাছোলা বক্তব্য রাখলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এমন ছবি ভারতীয় রাজনীতিতে বিরল, যেখানে মনমোহন সিং তাঁর বক্তব্যে বিরোধীপক্ষকে একেবারে কুপোকাত করে দিচ্ছেন। নিজের নির্লিপ্ত অবস্থান ভেঙে একেবারে ফ্রন্ট লাইনে এসে মোদী সরকারকে যেভাবে আক্রমণ করলেন, তা দেখে তাজ্জুব অনেকেই। অনেকেই বলেছেন, "উনি তাহলে কথা বলতে পারেন"। এই হাস্যরসেই এক মজার টুইট করেছেন মীর। দেখুন সেই টুইট-