নিজস্ব প্রতিবেদন: অক্সিজেন নেই, নিঃশ্বাস নিতে পারছিলেন না তারা। হাফ উঠে গিয়েছিল। দীর্ঘ নিঃশ্বাসেও প্রাণটুকু বাঁচাতে ব্যর্থ হল ২৫ মুমূর্ষ রোগী। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে তাঁদের। মুখের কাছে ধরার মতো কোনও অক্সিজেন ছিল না হাসপাতালে। এমনই ঘটনা ঘটেছে দিল্লির গঙ্গারাম হাসপাতালে। সেখান থেকে জানান হয়েছে, যতটুকু অক্সিজেন মজুত রয়েছে, তা দিয়ে শুধুমাত্র ২ ঘণ্টা চালান যাবে। তারপর ?  জানা নেই উত্তর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



এদিকে, হাসাপাতালে এখনও ভর্তি রয়েছে ৬০ জন মুমূর্ষ রোগী, ৫০০-র বেশি কোভিড রোগী। গত তিন দিন ধরে অক্সিজেনের জন্য কাতর আর্জি জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। 


প্রসঙ্গত, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের টুইট করে হরিয়ানার ফর্টিস হাসপাতাল কাতর আর্জি জানিয়ে বলে, আর মাত্র ৪৫ মিনিটের অক্সিজেন পড়ে আছে। রোগীদের প্রাণ বাঁচানোর অবিলম্বে সাহায্য করুন। অন্যদিকে, অক্সিজেনের ঘাটতি নিয়ে বলতে বলতে ভেঙে পড়লেন দিল্লিতে অবস্থিত শান্তি মুকুন্দ হাসপাতালের সিইও সুনীল সাগর। তিনি জানান, দুই ঘণ্টার মতো অক্সিজেন রয়েছে আমাদের এখানে।