ওয়েব ডেস্ক: দ্বিতীয়বার পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নিনেল ক্যাপ্টেন অমরিন্দর সিং। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনমোহন সিং এবং কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। মন্ত্রী হিসেবে শপথ নিলেন নভজ্যোত সিং সিধুও। এছাড়াও আরও ৮ মন্ত্রী আজ শপথ নিয়েছেন। লুধিয়ানায় অমরিন্দর সিংয়ের মোমের মুর্তি ঘিরে উল্লাসে মেতে ওঠেন কংগ্রেস সমর্থকরা। বিজেপিকে সরিয়ে ১০ বছর পর পঞ্জাবে ক্ষমতা দখল করে কংগ্রেস।


এদিকে, গোয়ায় সরকার গঠন নিয়ে আস্থাভোটে জিতল বিজেপি। ফ্লোর টেস্টে ২২ জন বিধায়ক পারিক্করের নেতৃত্বাধীন জোট সরকারকে সমর্থন জানিয়েছেন। ৪০ আসনের গোয়া বিধানসভায় বিজেপি জেতে ১৩টি আসনে। কংগ্রেস পায় ১৭টি আসন। সরকার গড়তে গিয়ে গোয়া ফরওয়ার্ড পার্টি, মহারাষ্ট্র গোমন্তক পার্টি ও ২ নির্দল প্রার্থীর সমর্থন পায় বিজেপি। (আরও পড়ুন- রাজ্যসভায় 'টিটকিরি'র সম্মুখীন 'হিন্দুস্থান কা শের')