নিজস্ব প্রতিবেদন: ফের সীমান্তে গুলির লড়াই। জম্মু কাশ্মীরের শ্রীনগরের বাতামালু এলাকায় সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে খতম ৩ জঙ্গি। মৃত্যু হয়েছে স্থানীয় এক মহিলারও। আহত হয়েছেন সিআরপিএফের এক ডেপুটি কমান্ডান্ট পদমর্যাদার অফিসার সহ ২ জন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাতামালু এলাকায় জঙ্গিদের উপস্থিতি টের পেয়ে যায় বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। এদিকে বাহিনী দেখেই এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলির লড়াই হয়। ঘটনাস্থলেই খতম হয় তিন জঙ্গি।


৭০-এ ৭০ হাজার চারাগাছ রোপণ, বিশেষভাবে সেলিব্রেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন


গুলির লড়াইয়ের মাঝে পড়ে মারা যান পছর পঁয়তাল্লিশের এক মহিলা। মহিলার নাম কৌসর রিয়াজ বলে জানা গিয়েছে। এর পাশাপাশি, এক ডেপুটি কমান্ডান্ট পদমর্যাদার অফিসার সহ ২ সিআরপি জওয়ান আহত হন।