ওয়েব ডেস্ক : ভারতে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ১৪ বছর। সেখানে মুম্বইয়ের এক ব্যক্তির সাজা হল ৩৫ বছর। ২৯ বছরের আজিম শেখ মামব্রার বাসিন্দা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আজিমের বিরুদ্ধে অভিযোগ জোড়া খুনের। ২০১২ সালের ১৯ নভেম্বর তিন মাসের অন্তঃসত্ত্বা জাকিরা কুরেশি ও তাঁর ভাই মহম্মদ আজিজকে ছুরির ঘায়ে খুন করে আজিম শেখ। বাঁচাতে এসে গুরুতর জখম হন জাকিরার স্বামী মহম্মদ আজিজ। পরে হাসপাতালে বেঁচে যান আজিজ। দোষ প্রমাণিত হলে, বিচারক আজিম শেখকে দোষী সাব্যস্ত করেন।


দুটি খুনের জন্য আজিম শেখের ১৪ বছর করে, মোট ২৮ বছর কারাবাসের সাজা হয়। সেইসঙ্গে মহম্মদ আজিজকেও খুনের চেষ্টার কারণে আরও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এক্ষেত্রে প্রতি অপরাধের জন্য আলাদাভাবে শাস্তি খাটতে হবে আজিজ।


আরও পড়ুন, "ঢোল জাগিরো ডা", ঠুমকার তালে মণ্ডপ মাতালেন কনে!