সাত সকালেই ভূমিকম্প, জোর আতঙ্ক
নিজস্ব সংবাদদাতা : ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল প্রদেশ। শুক্রবার সকাল ৮টা ৭ মিনিট নাগদ আচমকাই কেঁপে ওঠে হিমাচল প্রদেশের বেশ কিছু অংশ। কম্পনের জেরে মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়তে শুরু করেন।
আরও পড়ুন : গুজরাতে হামলার ছক, সন্দেহভাজন ২ আইসিস জঙ্গি গ্রেফতার
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার সকাল ৪.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে হিমাচল প্রদেশের মান্ডি। আতঙ্কের জেরে মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করলেও, হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, ১৯০৫ সালে হিমাচলের কাংরা ভ্যালিতে ভয়াবহ ভূমিকম্প হয়। যার জেরে কমপক্ষে ২০ হাজার মানুষের মৃত্যু হয়।
এদিকে গত শুক্রবারও ভূমিকম্পে কেঁপে ওঠে জম্মু কাশ্মীরের বেশ কিছু অংশ। যদিও ওই কম্পনে হতাহতের কোনও খবর মেলেনি।