৪ বছরের মেয়ে এক লহমায় থামিয়ে দিল প্রধানমন্ত্রী মোদীর কনভয়!
একরত্তি মেয়ের সাহস আছে বটে! গোটা দেশে যার `বিজয় রথ` আটকাতে পারছে না তাবড় থেকে তাবড় নেতা মন্ত্রীরা, সেখানে ৪ বছরের এক খুদে কিনা হাত দেখিয়ে থামিয়ে দিল তাঁকে! কালো গাড়ি। সামনে `দানবাকৃত` সিপাহি দল। গাড়ির ভিতরে সামনের আসনেই বসে নরেন্দ্র দামোদর দাস মোদী। ত্রিসীমানায় কারোর সাহস নেই সেই `চক্রব্যূহ`তে প্রবেশ করার। মোদীর কনভয়ে কিনা ঢুকে পড়ল ৪ বছরের এক মেয়ে। হতচকিত সিপাহি সমূহ! কী করি কী করি... অবশেষে আরও একবার প্রটোকল ভাঙলেন `দয়াময়` দাস মোদী। ভোটে জিতে কথা দিয়েছিলেন জনগণের `দাস` হয়েই থাকবেন, কাজ করবেন। নিজের লক্ষ্যে অবিচল, ভোলেননি নিজের প্রতিশ্রুতি, এমনটাই শোনা যায় মোদী পন্থীদের মধ্যে। `বেটির ডাকে` `দাস`-এর মতই দাঁড়ালেন। হাত দেখিয়ে নিজের গাড়ির চালককে বললেন গাড়ি থামাও। একরত্তি মেয়ে দৌড়ে এসে সোজা মোদীর কোলে। আমেদাবাদের রাস্তায় এই গোটা ঘটনাই ঘটল এক লহমায়।
ওয়েব ডেস্ক: একরত্তি মেয়ের সাহস আছে বটে! গোটা দেশে যার 'বিজয় রথ' আটকাতে পারছে না তাবড় থেকে তাবড় নেতা মন্ত্রীরা, সেখানে ৪ বছরের এক খুদে কিনা হাত দেখিয়ে থামিয়ে দিল তাঁকে! কালো গাড়ি। সামনে 'দানবাকৃত' সিপাহি দল। গাড়ির ভিতরে সামনের আসনেই বসে নরেন্দ্র দামোদর দাস মোদী। ত্রিসীমানায় কারোর সাহস নেই সেই 'চক্রব্যূহ'তে প্রবেশ করার। মোদীর কনভয়ে কিনা ঢুকে পড়ল ৪ বছরের এক মেয়ে। হতচকিত সিপাহি সমূহ! কী করি কী করি... অবশেষে আরও একবার প্রটোকল ভাঙলেন 'দয়াময়' দাস মোদী। ভোটে জিতে কথা দিয়েছিলেন জনগণের 'দাস' হয়েই থাকবেন, কাজ করবেন। নিজের লক্ষ্যে অবিচল, ভোলেননি নিজের প্রতিশ্রুতি, এমনটাই শোনা যায় মোদী পন্থীদের মধ্যে। 'বেটির ডাকে' 'দাস'-এর মতই দাঁড়ালেন। হাত দেখিয়ে নিজের গাড়ির চালককে বললেন গাড়ি থামাও। একরত্তি মেয়ে দৌড়ে এসে সোজা মোদীর কোলে। আমেদাবাদের রাস্তায় এই গোটা ঘটনাই ঘটল এক লহমায়।
কয়েকদিন আগেই প্রতিবেশী দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মোদী নিজের প্রটোকল ভেঙে নিজেই হাজির হয়েছিলেন বিমানবন্দরে। স্বাগত জানিয়েছিলেন হাসিনাকে। সপ্তাহ খানেকের মধ্যেই আবারও প্রটোকল ভাঙলেন মোদী। তবে এবার ভাঙলেন ৪ বছরের ফ্যানের জন্য। আর দাঁড়াবেন নাই বা কেন, তিনিই তো ভারতে 'বেটি বাঁচাও' এর রূপকরা। বেটির ডাকে তাঁকে থামতেই হল, নিজেকে বাঁধতেই হল প্রেমের বন্ধনে।