নিজস্ব প্রতিবেদন: দেশের একমাত্র হিরের খনি পান্নায় মিলেছিল ৪২ ক্যারাট ওজনের একটি হিরে। শনিবার ২.৫৫ কোটি টাকায় নিলাম হল সেটি। নিলামের টাকার একাংশ পাবেন হিরে খনিটির লিজদার। এমনটাই জানিয়েছেন স্থানীয় খনি ও হিরা আধিকারিক। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পান্নার কৃষ্ণ কল্যাণপুরের ওপর হিরের খনিটি লিজ নেন মতিলাল প্রজাপতি ও আরও ৪ ব্যক্তি। এই প্রথম এই অঞ্চলে এত বড় হিরের খোঁজ মিলেছে বলে জানিয়েছেন প্রশাসন। 


হিরে নিলামের টাকা থেকে রয়্যালিটি ও কর বাদ দিয়ে বাকি টাকা ওই চারজনের হাতে তুলে দেওয়া হবে জানিয়েছেন স্থানীয় আধিকারিক। 



প্রশাসনের তরফে জানানো হয়েছে, হিরেটি কিনেছেন ঝাঁসির ব্যবসায়ী রাহুল অগ্রবাল। 


শনিবার মোট ২০৩ ক্যারেট ওজনের ১৬০টি হীরা নিলামে ওঠে। মধ্যপ্রদেশের পান্নায় মোট ১২ লক্ষ ক্যারেট হীরে রয়েছে বলে অনুমান।