ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের বিআরডি মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুমৃত্যুর মিছিল চলছেই। গত ৪৮ ঘন্টায় হাসপাতালে ৪২ শিশুর মৃত্যু হয়েছে। যদিও মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ড. পিকে সিংহ বলছেন, এই মরশুমে প্রতি বছরই পরিস্থিতি একই রকম হয়। গতকালই কলেজের প্রিন্সিপাল রাজীব মিশ্র ও তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

                                    


চলতি মাসের গোড়ার দিকেই অক্সিজেনের অভাবে ৩৬ টি শিশুর মৃত্যুর অভিযোগ ঘিরে সারা দেশেই আলোড়ন পড়ে গিয়েছিল। সেই সময়ে কলেজের প্রিন্সিপাল ড. রাজীব মিশ্রকে সাসপেন্ড করা হয়েছিল। কয়েকদিনের ব্যবধানে ফের এই ঘটনা।  ড. পিকে সিংহ বলেছেন, ৪২ জন মৃত শিশুর মধ্যে ৭ জন এনসেফাটাইটিসের শিকার। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, অক্সিজেন বা ওষুধের কোনও ঘাটতিই নেই। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই কোনও কোনও শিশুর স্বাস্থ্য এতটাই খারাপ থাকে যে যাবতীয় চেষ্টা করেও তাদের বাঁচানো যায় না।  জুলাই, আগস্ট, সেপ্টম্বর মাসে প্রতি বছরই পরিস্থিতি এ রকমই হয় বলে দাবি চিকিত্সক পিকে সিংয়ের।